শুক্রবার, ০৩ জানুয়ারী ২০২৫, ০৪:১১ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ
নোয়াখালীতে অবৈধভাবে কৃষি জমির মাটি কাটায় অভিযোগ ৫০ হাজার টাকা জরিমানা বিএফআইইউ’র সাবেক প্রধান কর্মকর্তা মাসুদ বিশ্বাসের বিরুদ্ধে দুদকের মামলা রাজধানীতে ভুয়া মালিক সাজিয়ে প্লট বিক্রি, রাজউকের কর্মীর সংশ্লিষ্টতা পেয়েছে দুদক বৈষম্যহীনভাবে যোগ্য ব্যক্তিকে সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতাভুক্ত করা হবে: রাষ্ট্রপতি বছরের শুরুতে শিক্ষার্থীদের হাতে বিনামূল্যে নতুন বই উদ্যোক্তা তৈরিতে উপজেলা পর্যায়ে বাণিজ্য মেলা আয়োজনের পরামর্শ প্রধান উপদেষ্টার থানা থেকে লুট হওয়া অস্ত্রসহ ৩ জন গ্রেফতার দ্রব্যমুল্যের লাগামহীন উর্ধগতিতে মধ্যবিত্তরা দিশেহারা : ডা. ইরান রাজনৈতিক মিথ্যা মামলার ভয় দেখিয়ে কথিত জামীর আলী মার্কেট দখলের  পাঁয়তারার সংবাদ প্রকাশিত ইনকিলাব ও মানবকন্ঠ নিউজ প্রতিবাদ । বড়াইগ্রামে অবৈধভাবে নদীর পাড়ের মাটি কেটে বিক্রি করার দায়ে ১ লক্ষ টাকা জরিমানা 

বড়াইগ্রামে সাবেক এমপি’র ব্যাক্তি মালিকানা স্কুলে সরকারি বরাদ্দ বাতিলের দাবিতে মানববন্ধন

নিউজ দৈনিক ঢাকার কন্ঠ 

বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি;

নাটোরের বড়াইগ্রামের বনপাড়ায় সাবেক এমপির এমপিও বিহীন ব্যাক্তি মালিকানা স্কুলে সরকারি বরাদ্দে ৪ তলা ভবন নির্মাণের প্রতিবাদে এবং অবিলম্বে এ অনুদান বাতিলের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার দুপুরে উপজেলার বনপাড়া পৌর গেটের সামনে সচেতন নাগরিক সমাজের ব্যানারে নাটোর-পাবনা মহাসড়কের পাশে এ মানববন্ধন করা হয়। মানববন্ধনকালে ব্যবসায়ী নাসির গাজী ও আতিকুর রহমান, বনপাড়া ল্যাবরেটরি স্কুলের প্রধান শিক্ষক আব্দুল্লাহ আল আওয়াল মমিন, অর্থোপেডিক সার্জন ডা. রাশিদুল ইসলাম রাজু বক্তব্য রাখেন।

এ সময় বক্তারা বলেন, বনপাড়া এসআর পাটোয়ারী কোয়ালিটি এডুকেয়ার ইনস্টিটিউট সদ্য সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের স্বাস্থ্য সম্পাদক ডা. সিদ্দিকুর রহমান পাটোয়ারীর ব্যাক্তি মালিকানাধীন একটি শিক্ষা প্রতিষ্ঠান। লভ্যাংশ নিজে ভোগ করার জন্য তিনি প্রতিষ্ঠানটিকে এমপিও ভুক্ত করেননি। কিন্তু সংসদ সদস্য থাকাকালে স্বেচ্ছাচারিতার মাধ্যমে এ প্রতিষ্ঠানের নামে এক কোটি ১৪ লাখ টাকা বরাদ্দ করিয়েছেন। অথচ উপজেলার বিভিন্ন এমপিও ভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে, যেগুলোর জরাজীর্ণ অবস্থার কারণে পাঠদান ব্যাহত হচ্ছে। তাই বক্তারা সরকারী অর্থে ব্যাক্তি মালিকানা প্রতিষ্ঠানে বিপুল অঙ্কের বরাদ্দ বাতিলের দাবি জানান। অন্যথায় আগামীতে আরো কঠোর কর্মসূচি দেয়ার হুমকি দেন তারা।

উল্লেখ্য, বৃহস্পতিবার এক কোটি ১৪ লাখ ৬৪ হাজার ৬শ’ টাকা ব্যয় বরাদ্দে চারতলা বিশিষ্ট ভবন নির্মাণ কাজ শুরু করা হয়।

 

Please Share This Post in Your Social Media

দৈনিক ঢাকার কন্ঠ
© All rights reserved © 2012 ThemesBazar.Com
Design & Developed BY Hostitbd.Com