বড়াইগ্রাম নাটোর প্রতিনিধি
"Why are clean hands still important " (স্বাস্থ্য সুরক্ষায় পরিষ্কার হাত সর্বদা গুরুত্বপূর্ণ) এই প্রতিপাদ্যকে সামনে রেখে নাটোরের বড়াইগ্রামে জাতীয় বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২১ অক্টোবর) সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী অধিদপ্তরের উদ্যোগে শোভাযাত্রা বের হয়।
পরে উপজেলা পরিষদ হলরুমে ইউএনও লায়লা জান্নাতুল ফেরদৌস এর সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) মোঃ আশরাফুল ইসলাম, উপজেলা মৎস্য কর্মকর্তা আব্দুল হালিম, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ মিজানুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুর রউফ, উপজেলা প্রকৌশলী কর্মকর্তা মোঃ রবিউল ইসলাম, উপজেলা জনস্বাস্থ্য কর্মকর্তা মোঃ সৈকত হোসেন, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মোঃ রেজাউল করিম, উপজেলা পাট কর্মকর্তা মোঃ মমিনুর রহমান, বিভিন্ন মিডিয়ার সাংবাদিকসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয় সুশীল সমাজের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের মাঝে হাত ধোয়া সামগ্রী বিতরণ করা হয় ও শিক্ষার্থীদের হাত ধোয়ার ওরিয়েন্টেশন প্রদান করা হয়।