বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০১:৪০ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ
তুরাগের বউবাজারে ফুডকোর্ট মার্কেট উচ্ছেদের প্রতিবাদে ব্যবসায়ীদের প্রতিবাদ ও মানববন্ধন কর্মসূচি পালিত  ক্যান্টনমেন্ট থানা পুলিশ কর্তৃক ছয়টি হ্যান্ড গ্রেনেড, ম্যাগাজিন ও বিপুল পরিমাণ গুলি উদ্ধার; তিন শূন্যের ধারণার ওপর ভিত্তি করে পৃথিবী গড়ার আহ্বান প্রধান উপদেষ্টার তুরাগের বউবাজার মার্কেট উচেছদের প্রতিবাদে মানববন্ধন ট্রাম্পের সঙ্গে ‘দ্বন্দ্ব’ মিটিয়ে ফেলতে পারবেন ড. ইউনূস সেনাবাহিনী কত দিন মাঠে থাকবে’ সরকারই সিদ্ধান্ত নেবে  প্যারিস-বাংলা প্রেসক্লাব ফ্রান্স’র কার্যকরি কমিটি (২০২৪-২০২৬)গঠন ১০ নভেম্বর ২০২৪ শহীদ নুর হোসেন গনতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামের মহানায়ক : ডা. ইরান রাজধানী,তুরাগে ছেলের হাতে মা খুন অন্তর্বর্তী সরকার অধ্যাদেশ, ২০২৪’ নিয়ে সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী জেড আই খান পান্না ডয়চে ভেলেকে বলেন, 

সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবারও দরপত্র বাগিয়ে নিতে চান নিম্নমানের খাদ্য সরবারাহকারী আব্দুল কুদ্দুস 

নিউজ দৈনিক ঢাকার কন্ঠ 

নিজস্ব প্রতিনিধি:-

জামালপুরের  সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তিন দশকেরও অধিক সময় ধরে রোগীদের খাদ্য ও পথ্য সরবরাহ করে আসছে আব্দুল কদ্দুস (মেসার্স কদ্দুস এন্টারপ্রাইজ) নামে এক ঠিকাদার। অদৃশ্য অপশক্তির কারণে বারবার কার্যাদেশ হাতিয়ে নেন তিনি। তার বিরুদ্ধে নিম্নমানের খাদ্য সরবরাহ ও হিসাবে গোঁজামিল দিয়ে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ থাকলেও মেসার্স কদ্দুস এন্টারপ্রাইজ সরকারের চোখকে ফাঁকি দিয়ে এবারও খাদ্য সরবরাহের কার্যাদেশ হাতিয়ে নিতে নানা অপকৌশলের আশ্রয় নিচ্ছেন। তারিখ -২৬-১০-২৪ইং

গত ৩০ সেপ্টেম্বর ৫০ শয্যা বিশিষ্ট সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স খাদ্য ও পথ্য সরবরাহ, স্টেশনারী ও লিলেন সামগ্রী ধৌতকরণ কার্যক্রম সম্পন্ন করতে একই বিজ্ঞপ্তিতে তিনটি কাজের দরপত্র আহ্বান করে। নিয়মানুযায়ী বিভিন্ন ঠিকাদারি প্রতিষ্ঠান দরপত্র ক্রয় শেষে গত ২২ অক্টোবর দরপত্র বাক্স খোলা হয়। খাদ্য ও পথ্য সরবরাহ দরপত্র বিক্রি হয় ১৮টি, জমা পড়ে ১৬টি। এরমধ্যে বাদ পড়ে ৬টি। শর্তানুযায়ী কর্তৃপক্ষ কর্তৃক বর্তমান বাজার দর অনুসারে সর্বনিম্ন দরদাতাকে দরপত্রের কার্যাদেশ দেওয়ার নিয়ম রয়েছে।

এদিকে খাদ্য ও পথ্য সরবরাহের দরপত্র হাতিয়ে নিতে ঠিকাদার মেসার্স কদ্দুস এন্টারপ্রাইজ (আব্দুল কদ্দুস) সর্বনিম্ন দরদাতা হওয়ার জন্য বর্তমান বাজার দর উপেক্ষা করে দাম উল্লেখ করেছেন। সর্বনিম্ন দরদাতা মেসার্স কদ্দুস এন্টারপ্রাইজ নিজের নামে ১৯৮১ টাকা এবং তার ছেলে মেসার্স একতা এন্টারপ্রাইজ (প্রোঃ লিমন মিয়া) নামে ২০০০ টাকা উল্লেখ করে একাই দু’টি দরপত্র জমা দেন। বর্তমান বাজার দরের চেয়েও অনেক কম দাম উল্লেখ করায় তা জনমনে নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে। বর্তমান দুর্মূল্যের বাজারে চাহিদার চেয়েও অনেক কম টাকায় কীভাবে খাদ্য ও পথ্য সরবরাহ করবেন এবং সেগুলো আদৌ গুণগতমান ঠিক থাকবে কি-না তা নিয়ে সংশয় রয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন ঠিকাদার জানান, আব্দুল কদ্দুস দীর্ঘ তিন দশকেরও বেশি সময় ধরে সরিষাবাড়ী হাসপাতালে খাদ্য ও পথ্য সরবরাহের ঠিকাদারি করেছেন। কখনও নিজের নামে এবং কখনও অন্য প্রতিষ্ঠানের নামে সর্বনিম্ন দরদাতা হয়ে কার্যাদেশ হাতিয়ে নেন। পূর্বের ন্যায় এবারও সিন্ডিকেটের মাধ্যমে নানা তদবির ও কুটকৌশলে কাজ বাগিয়ে নেয়ার ফন্দি করছেন কদ্দুস এন্টার প্রাইজ। নিম্নমানের খাদ্য, পথ্য সরবরাহ এবং রোগীর সংখ্যা বেশি দেখিয়ে ও সকালে ছাড় হয়া রোগী দুপুর এবং রাতের তালিকায় দেখিয়ে, হিসাব গড়মিল করে কাজ সম্পাদন করেন তিনি। কাগজেকলমে প্রতিবার সর্বনিম্ন দরদাতা এবং কাজে লোকসান দেখালেও হাসপাতালের অসাধু কর্মচারীদের যোগসাজশে নানা অনিয়মের মাধ্যমে বিপুল (কোটি টাকা) অংকের টাকা অদ্যবধী হাতিয়ে নিয়েছেন। এবারও কাজ পেতে নানাভাবে অপচেষ্টা চালিয়ে যাচ্ছেন বলেও জানান তার প্রতিপক্ষ ঠিকাদারগণ।

অভিযোগ প্রসঙ্গে ঠিকাদার আব্দুল কদ্দুস মুঠোফোনে বলেন, আমি দাম কম দিয়েছি, কীভাবে কাজ করবো সেটা আমার ব্যাপার। আমি পারবো না, পারবে কে?

এব্যাপারে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. রবিউল ইসলাম বলেন, নিয়মানুযায়ী সর্বনিম্ন দরদাতা কার্যাদেশ পাবেন। তবে বিজ্ঞপ্তির ১৫ নম্বর ক্রমিকে উল্লেখ আছে যে, বর্তমান বাজার দরের সাথে অসঙ্গতিপূর্ণ দর উল্লেখ করে সর্বনিম্ন দরদাতা হলেও দরপত্র কমিটি তা গ্রহণ করতে বাধ্য নয়। সুতরাং কার্যাদেশ প্রদানের ক্ষেত্রে কোনো অনিয়মের সুযোগ নেই বলেও জানান তিনি।

Please Share This Post in Your Social Media

দৈনিক ঢাকার কন্ঠ
© All rights reserved © 2012 ThemesBazar.Com
Design & Developed BY Hostitbd.Com