বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪, ১০:০৪ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ
প্যারিস-বাংলা প্রেসক্লাব ফ্রান্স’র কার্যকরি কমিটি (২০২৪-২০২৬)গঠন ১০ নভেম্বর ২০২৪ শহীদ নুর হোসেন গনতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামের মহানায়ক : ডা. ইরান রাজধানী,তুরাগে ছেলের হাতে মা খুন অন্তর্বর্তী সরকার অধ্যাদেশ, ২০২৪’ নিয়ে সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী জেড আই খান পান্না ডয়চে ভেলেকে বলেন,  বাংলাদেশে যেকোনো হামলার জবাবদিহি চায় বাইডেন প্রশাসন আমেরিকার জর্জিয়া-কানেকটিকাট-নিউ হ্যামশায়ার স্টেট সিনেটে ৪ বাংলাদেশির বিশাল বিজয়   পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর ফরাজী আটক মার্কিন নির্বাচন ২০২৪ : ট্রাম্পই যাচ্ছেন হোয়াইট হাউসে? ‘গণতন্ত্র পুনরুদ্ধারে’ বিএনপির সঙ্গে কাজ করতে তৈরি আ.লীগ: হাছান মাহমুদ বৈদেশিক মুদ্রা,দামি হাতঘড়ি ও আইফোন জব্দ টঙ্গী ও উত্তরায় যৌথ বাহিনীর অভিযান : আগ্নেয়াস্ত্র ও কোটি টাকা উদ্ধার, সাবেক সচিবসহ আটক ৪২ 

উত্তরাস্থ-বৃহত্তর কুমিল্লা ওয়েলফেয়ার এ্যাসোসিয়েশন আত্ম-প্রকাশ” আলোচনা সভা অনুষ্ঠিত”

নিউজ দৈনিক ঢাকার কন্ঠ 

কাজি আরিফ হাসান :

উত্তরাস্থ-বৃহত্তর কুমিল্লা ওয়েলফেয়ার এ্যাসোসিয়েশন আত্ম-প্রকাশ” আলোচনা সভা অনুষ্ঠিত”

উত্তরাস্থ-বৃহত্তর কুমিল্লা ওয়েলফেয়ার এ্যাসোসিয়েশন (কুমিল্লা, চাঁদপুর ও ব্রাহ্মণবাড়িয়া)নামক সংগঠনের আত্ম- প্রকাশ উপলক্ষ্যে আয়োজিত ” আলোচনা সভা অনুষ্ঠিত”

একতা, বন্ধুত্ব ও মানবতা এই প্রতিপদ্যকে সামনে রেখে গত ১ নভেম্বর(শুক্রবার) সন্ধ্যা ৬ টায় রাজধানীর উত্তর সিটির দক্ষিণ খান কসাইবাড়ি রেলক্রসিং সংলগ্ন “আমির’স চাইনিজ” রেস্তোরাঁয় “উত্তরাস্থ-বৃহত্তর কুমিল্লা ওয়েলফেয়ার এ্যাসোসিয়েশন” (কুমিল্লা, চাঁদপুর ও ব্রাহ্মণবাড়িয়া ) নামক সংগঠনের আত্ম- প্রকাশ উপলক্ষ্যে ” আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলওয়াত করেন মো:সাহাদাত হোসেন।

আত্ন প্রকাশ উপলক্ষ্যে গঠিত আয়োজক কমিটির আহবায়ক খালিদ বিন হাকিম(দুলাল) এর সভাপতিত্বে এবং সদস্য সচিব মোঃ মনির হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিশিষ্ট ব্যবসায়ি সাহাদত হোসেন,অর্নব আলম,আক্তারুজ জ্জামান ভূইয়া,নুরে আলম চৌধুরী,মাহবুবুর রহমান,

উক্ত আলোচনা সভায় উপস্থিত ছিলেন-মসাসুদ নিজাম,তাজুল ইসলাম,মীর্জা পারভেজ হোসেন,মনির হোসেন রবিন,প্রমূখ।

সভাপতির শুভেচ্ছা বক্তব্যের পর সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে সভায় বিস্তারিত আলোচনা করেন সদস্য সচিব মোঃ মনির হোসেন। সদস্য সচিব তার বক্তব্যে জানান,জনকল্যান,দুস্থ-অসহায় ও সমাজে সুবিধা বঞ্চিত মানুষের পাশে থেকে কাজ করা সর্বোপরি মানবিক সমাজ বিনির্মানে অংশ গ্রহন করাই সংগঠনের মূল উদ্দেশ্য।

অনুষ্ঠানে সার্বিক সহযোগিতায় ছিলেন আবু সুফিয়ান জুয়েল,মো:দেলোয়ার হোসেন আকাশ,মো: আব্দুল মান্নান,আব্দুল্লাহ আল নোমান প্রমূখ।

সভাপতির সমাপনী বক্তব্যের পর সকলের অংশগ্রহনে ফটোশেসন ও নৈশভোজের মধ্য দিয়ে অনুষ্ঠানটি শেষ হয়।

Please Share This Post in Your Social Media

দৈনিক ঢাকার কন্ঠ
© All rights reserved © 2012 ThemesBazar.Com
Design & Developed BY Hostitbd.Com