সোমবার, ১১ নভেম্বর ২০২৪, ১২:০২ পূর্বাহ্ন
মো.হাসমত উল্লাহ,লালমনিরহাট।।
লালমনিরহাটের লোহাকুচি বিওপির সীমান্ত এলাকা থেকে ২৯৫ বোতল ভারতীয় ফেন্সিডিলসহ ০১টি পিকআপ আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জেলার কালীগঞ্জ উপজেলার লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) এর অধীনস্থ লোহাকুচি বিওপি ক্যাম্পের নায়েক সুবেদার শফিকুল ইসলাম, এর নেতৃত্বে নায়েক আব্দুল মতিন, লেন্স নায়েক সানোয়ার হোসেন, হাবিলদার শ্রী শ্রী ইতো নিতাশ চাকমা, সঙ্গীয ফোর্সসহ সীমান্তে মালগড়া নামক স্থানে এ অভিযান চালিয়ে ২৯৫ বোতল ভারতীয় ফেন্সিডিলসহ ০১টি পিকআপ আটক করেছেন।
বিজিবির পাঠানো এক বিজ্ঞপ্তিতে ১৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মোফাজ্জল হোসেন আকন্দ, এ তথ্য জানিয়েছেন। বিজ্ঞপ্তিতে জানানো হয় গোপন সংবাদের ভিত্তিতে ভোররাতে লোহাকুচি বিওপির দায়িত্বপূর্ণ মালগাড়া নামক এলাকার সীমান্ত মেইন পিলার ৯১৮ হতে প্রায় ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মাদক পাচারকারী একটি পিকআপ আটক করা হয়। এতে টহলদলকে দেখতে পেয়ে মাদক চোরাকারবারিরা পিকআপ রেখে দৌড়ে পালিয়ে যায়। পরবর্তীতে পিকআপটি তল্লাশী করে পিকআপের ভিতর থাকা ২৯৫ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করা হয়।
এ ঘটনার প্রেক্ষিতে ০৩ জন পলাতক আসামীর বিরুদ্ধে কালীগঞ্জ থানায় মামলা দায়ের পূর্বক জব্দকৃত ২৯৫ বোতল ভারতীয় ফেন্সিডিল এবং পিকআপ হস্তান্তরের করা হয়। লোহাকুচি বিওপি ক্যাম্পের নায়েক সুবেদার শফিকুল ইসলাম, জানান গোপন সংবাদের ভিত্তিতে লোহাকুচি বিওপির দায়িত্বপূর্ণ মালগাড়া নামক এলাকার সীমান্ত মেইন পিলার ৯১৮ হতে প্রায় ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ২৯৫ বোতল ভারতীয় ফেন্সিডিল এবং পিকআপ আটক করা হয়।