বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০১:৩০ অপরাহ্ন
এস, এম, মনির হোসেন জীবন : বিশেষ সংবাদদাতা :
রাজধানীর অদূরে গাজীপুর মহানগরীর টঙ্গীতে এবং উত্তরায় পৃথক অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্র ও কোটি টাকার অধিক পরিমান নগদ টাকা, বৈদেশিক মুদ্রা, দামি হাতঘড়ি ও আইফোন উদ্ধার সহ অন্যান্য মালামাল জব্দ করেছে যৌথ বাহিনী। এ ঘটনায় উত্তরা থেকে দুই জন ও টঙ্গী থেকে ৪০ জনসহ মোট ৪২ জনকে আটক করে আইনশৃঙ্খলা বাহিনী। আটকদের মধ্যে উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব আমজাদ হোসেন খান ও তাঁর ছেলে ও রয়েছেন। বাকি ৪০ জনকে টঙ্গী থেকে আটক করে যৌথ বাহিনী। খবর সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনী সূত্রের।
সূত্র জানায়, রোববার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে টঙ্গীর কুখ্যাত মাদকপল্লী কেরাণিটেক বস্তিতে এ অভিযান চালানো হয়। অভিযানে বস্তির কয়েকটি ঘর থেকে গাঁজা, ফেনসিডিল, ইয়াবা, দেশীয় অস্ত্র, নগদ ২২ লাখ ৮১ হাজার ৩০০ টাকাসহ বিপুল পরিমাণ মাদক উদ্ধার এবং মাদক কারবারের সঙ্গে জড়িত ৪০ জনকে আটক করে যৌথ বাহিনী। অভিযানে সেনাবাহিনী, র্যাব, বিজিবি ও পুলিশের সমন্বয়ে এই অভিযানে প্রায় ৫ শতাধিক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অংশ নেয়।
অপরদিকে রোববার গভীর রাতে রাজধানীর
উত্তরা পশ্চিম থানার ১১ নম্বর সেক্টরের ১৪ নম্বর রোডের ৩৩ নম্বর বাসায় আমরা তল্লাশি অভিযান চালিয়ে উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব আমজাদ হোসেন খান ও তাঁর ছেলেকে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী।
আইনশৃঙ্খলা বাহিনীর একটি সূত্র বলছে, উত্তরা ১১ নম্বর সেক্টরের ১৪ নম্বর রোডের ৩৩ নম্বর বাড়ি থেকে তাদের রোববারদিবাগত গভীর রাত থেকে ভোর পর্যন্ত অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। অভিযানকানকালে উত্তরার দিয়াবাড়ি আর্মি ক্যাম্প ও উত্তরা পশ্চিম থানার বিপুল সংখ্যক পুলিশ অংশ নেয়।
গ্রেপ্তারকালে তাঁদের কাছ থেকে প্রায় নগদ ১ কোটি ৯ লাখ ৫০ হাজার টাকা, ১০ লাখ টাকা সমমানের বিভিন্ন বৈদেশিক মুদ্রা,৭টি বিভিন্ন ব্র্যান্ডের হাতঘড়ি ও ১১টি আইফোন জব্দ করা হয়।
এদিকে, তুরাগের দিয়াবাড়ি আর্মি ক্যাম্পের ক্যাপ্টেন সাফি সালাউদ্দিন সাংবাদিকদের জানান, উত্তরা পশ্চিম থানার ১১ নম্বর সেক্টরের ১৪ নম্বর রোডের ৩৩ নম্বর বাসায় আমরা তল্লাশি অভিযান চালিয়েছি।
আটককৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্হা গ্রহনের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে সেনাবাহিনী।