বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ০৮:২০ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার :
ঢাকার অন্তর্ভুক্ত বনানীর ডিওএইচএস এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় ছয়টি হ্যান্ড গ্রেনেড, নয়টি ম্যাগাজিন ও ৭২৬ রাউন্ড গুলি উদ্ধার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ক্যান্টনমেন্ট থানা পুলিশ। পরে ছয়টি হ্যান্ড গ্রেনেড সফলভাবে নিষ্ক্রিয় করেছে ডিএমপির সিটিটিসির বোম্ব ডিসপোজাল ইউনিট।
রবিবার (১৭ নভেম্বর ২০২৪ খ্রি.) সন্ধ্যা ৭:৩০ ঘটিকায় ক্যান্টনমেন্ট থানার বনানী ডিওএইচএস এলাকার ৫নং রোডের লেক পাড়ে পরিত্যক্ত অবস্থায় এগুলো পাওয়া যায়।
ক্যান্টনমেন্ট থানা সূত্র জানায়, গতকাল (১৭ নভেম্বর ২০২৪ খ্রি.) সন্ধ্যা আনুমানিক ৭:৩০ ঘটিকায় ক্যান্টনমেন্ট থানার বনানী ডিওএইচএস এলাকার ৫ নং রোডের লেক পাড়ের পশ্চিম পার্শ্বে পাকা রাস্তার উপর মরিচাধরা পুরাতন ছয়টি হ্যান্ড গ্রেনেড, নয়টি ম্যাগাজিন ও ৭২৬ রাউন্ড গুলি পরিত্যক্ত অবস্থায় পাওয়া যায়। এমন সংবাদের ভিত্তিতে ক্যান্টনমেন্ট থানার টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সেগুলো উদ্ধার করে এবং সিটিটিসির বোম্ব ডিসপোজাল ইউনিটকে বিষয়টি অবহিত করে। রাত আনুমানিক ৯:৩০ ঘটিকায় সিটিটিসির বোম্ব ডিসপোজাল ইউনিটের একটি বিশেষজ্ঞ দল ঘটনাস্থলে উপস্থিত হয়। গ্রেনেডগুলো মারাত্মক ঝুঁকিপূর্ণ বিবেচনায় জনস্বার্থে ছয়টি হ্যান্ড গ্রেনেড রাত ১০:০৫ ঘটিকায় উদ্ধারপূর্বক যথাযথ সতর্কতা অবলম্বন করে নিরাপদে নিষ্ক্রিয় করা হয়।
থানা সূত্রে আরও জানা যায়, উদ্ধারকৃত হ্যান্ড গ্রেনেডগুলো সামরিক কাজে ব্যবহৃত হয়। যা ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে ব্যবহৃত হয়েছিল মর্মে ধারণা করা হচ্ছে।
উদ্ধারকৃত হ্যান্ড গ্রেনেড, ম্যাগাজিন ও গুলি সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।