বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ০৪:৫০ অপরাহ্ন
মোঃ সারোয়ার হোসেন অপু ,নওগাঁ জেলা প্রতিনিধি,
নওগাঁ জেলার বদলগাছীতে যাত্রীবাহী বাস এবং ব্যাটারিচালিত ভ্যানের মুখোমুখি সংঘর্ষে সঞ্জিতা রানী (১৮) নামে এক অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন।
২৫ নভেম্বর,সোমবার দুপুরে বদলগাছী-মাতাজীহাট সড়কের আপেল মোটরসাইকেল শোরুমের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সঞ্জিতা রানী বদলগাছী উপজেলার সদর ইউনিয়নের ভাতসাইল গ্রামের যতিনের অন্তঃসত্বা স্ত্রী বলে জানা গেছে।
থানা পুলিশ জানায়, নজিপুর থেকে বদলগাছী হয়ে নওগাঁ যাচ্ছিল বাসটি। অন্যদিকে ব্যাটারি চালিত ভ্যানটি বদলগাছী থেকে যাত্রী নিয়ে ভাতসাইল গ্রামে যাচ্ছিল। পথে আপেল মোটরসাইকেল শো-রুমের সামনে বাস-ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় সঞ্জিতা রানীর।
স্থানীয়রা জানান, বাসের চালক সহ ৪জন স্টাফকে আটক করে থানা পুলিশের হাতে দেওয়া হয়েছে। ঘটনার স্থল থেকে বাসটি উদ্ধার করে থানায় নিয়ে যায় থানা পুলিশ।
বদলগাছী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.শাহজাহান আলী মুঠোফোনে বলেন, এ ঘটনায় ঘাতক বাসটিকে আটক করা হয়েছে। নিহতের ঘটনায় থানায় আইনানুগ ব্যবস্থা চলমান রয়েছে। পাশাপাশি আহতদের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।