বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ১০:৪৮ পূর্বাহ্ন
লিমা আক্তার ময়মনসিংহ
পতিত স্বৈরাচারের রাজনৈতিক বিদ্বেষ আইন-আদালতের চুলচেরা বিশ্লেষণ এবং সঠিক তথ্য-উপাত্তের অভাবে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ একুশে আগস্টের গ্রেনেড হামলা মামলায় সকল আসামী খালাস পাওয়ায় সারাদেশে চলছে আনন্দ-উচ্ছ্বাস।
রোববার (১ ডিসেম্বর-’২৪) হাইকোর্ট ডিভিশনের দুই সদস্যের একটি বেঞ্চ গ্রেনেড হামলা মামলায় তারেক রহমানসহ সকল আসামীকে খালাস দেওয়া এবং এটিকে মিথ্যা মামলা হিসেবে রায় ঘোষণা করার পর একইদিন বিকেল থেকে সারাদেশে বিএনপি নেতা-কর্মীরাসহ সাধারণ মানুষ তাদের হৃদয়ের নেতা তারেক রহমানের মুক্তির এবং একই সাথে দেশে ফেরার পথ সুগম হওয়ার আনন্দে বের করে মিছিল ।
বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ২১ আগস্টের গ্রেনেড হামলা মামলায় খালাস দেয়ায় ভালুকা উপজেলা ও পৌর শ্রমিকদলের উদ্যোগে এক বিশাল আনন্দ মিছিল করা হয়েছে। ময়মনসিংহ বিভাগীয় শ্রমিকদলের সহ-সভাপতি ও ভালুকা উপজেলা শ্রমিকদলের সভাপতি সৌমিক হাসান সোহাগের নেতৃত্বে রোববার সন্ধ্যায় আনন্দ মিছিলটি ঢাকা ময়মনসিংহ মহাসড়ক প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ের সামনে এসে মিলিত হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক শাহ মোঃ সুজন,পৌর শ্রমিকদলের সভাপতি মাহবুল আলম মোল্লা ও সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন সহ শ্রমিকদলের ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের গুরুত্বপূর্ণ নেতাকর্মীরা।