বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪, ০৫:৩৭ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ
মাধবপুরে সড়ক দূর্টনায় শিশুসহ ৪ জন নিহত, আহত ৬ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় বিগত স্বৈরাচার সরকার কর্তৃক সকল মিথ্যা মামলা সমূহ নিষ্পত্তি শীর্ষক মতবিনিময় সভা  বাংলাদেশে আইনের শাসন নেই’, তারেক-মামুনের সাজা স্থগিতে মন্তব্য আন্তর্জাতিক তদন্তকারী ডেবরা’র হতদরিদ্রের ওএমএস বন্ধ সাড়ে ৪ মাস, খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয় ঘেরাও দুমকী উপজেলায়,, কৃষক দলের প্রতিষ্ঠা বার্ষিকীতে, র‍্যালি ও সমাবেশ, উত্তরা প্রেসক্লাবের কার্য-নির্বাহী কমিটির সাথে বিএনপি নেতা হাজী মোস্তফা জামানের মতবিনিময়  জুলাই আগষ্ট -২৪ কে ভূলে যাওয়া মানে বাংলাদেশকে ভূলে যাওয়া কালীগঞ্জে ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার সিলেট সদরের নতুন নেতৃত্বে টিটো-রাজীব

বদলগাছী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স রাতের আঁধারে রহস্যজনক চুরি

নিউজ দৈনিক ঢাকার কন্ঠ 

মোঃ সারোয়ার হোসেন অপু, নওগাঁ জেলা প্রতিনিধি,

নওগাঁ বদলগাছী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স রাতের আঁধারে রহস্য জনক চুরির ঘটনা ঘটেছে। এমন ঘটনায় হাসপালের কর্তৃপক্ষের উদাসীনতাকে দায়ী করছেন সচেতন মহল।

বুধবার (৪ ডিসেম্বর) রাতের প্রথম প্রহরের সময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উক্ত চুরির ঘটনা ঘটে বলে সিসি টিভি ফুটেজ মারফত জানা যায়। সিসিটিভি ফুটেজে মুখ বাঁধা অবস্থায় দুইজন ব্যক্তিকে কিছুক্ষনের জন্য দেখা গেলেও পরবর্তীতে আর কিছুই দেখা যায়নি।

সরেজমিনে গিয়ে দেখা যায়, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান সহকারী ও ভারপ্রাপ্ত ক্যাশিয়ারের রুমের দরজার লগ ভাঙা ছিল এবং রুমের ভিতরে আলমারি কৌশলে ভাঙা ছাড়াই খোলা হয়েছে। তবে হাসপাতালে প্রবেশের উত্তরমূখী ও আভ্যন্তরীণ পশ্চিম মেইন গেটের তালা ঝুলানোই ছিল। সিসিটিভি ক্যামেরা উল্টো করে রাখা হয়েছে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, প্রধান সহকারীর আলমারি থেকে ২ লক্ষ ২৫ হাজার ৮৮ টাকা নেওয়া হয়েছে। এবং ভারপ্রাপ্ত ক্যাশিয়ারের আলমারি থেকে টিকিটের ৩৭ হাজার ৬’শ ৫০ টাকা ও ইউজার ফির ৬৫ হাজার ৮’শ ৬০ টাকা চুরি করা হয়েছে।

২ জন নৈশপ্রহরী থাকা সত্ত্বেও হাসপাতালে চুরি হয় বিষয় টি রহস্য জনক বলে অভিযোগ করেছেন হাসপাতালে চিকিৎসা নিতে আসা নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন রোগী।

এদিকে স্থানীয় লোকজন বিষয়টি নিয়ে তীব্র সমালোচনা করে অভিযোগর সুরে বলেন, নৈশপ্রহরীরা তাদের কর্তব্যের সময় হাসপাতালের অন্য কক্ষে ঘুমিয়ে থাকে। তবে অভিযোগ অস্বীকার করে নৈশপ্রহরী গোলাম রব্বানী ও বেলাল হোসেন বলেন, রাত্রিকালীন পাহারার সময় জরুরি বিভাগ ও গ্যারেজের দিকে দায়িত্ব পালন করেছি। কখন চুরি হয়েছে কে চুরি করেছে এ বিষয়ে আমরা কিছুই জানিনা। পরে ডিউটি শেষ করে সকালে বাড়ি চলে এসেছি।

ভারপ্রাপ্ত ক্যাশিয়ার আবুল কালাম আজাদ জানান, আমি প্রতিদিনের মতো গতকালও আলমারি বন্ধ করে রুমের দরজায় তালা দিয়ে বাসায় চলে আসছি। আজকে অফিসে এসে দেখি দরজার লগ ভাঙা এবং আলমারি খোলা রয়েছে শুধু টাকা নেই।

চুরির বিষয়ে প্রধান সহকারী আ. সালাম বলেন, আমার অফিস রুমের দরজার লগও ভাঙা ছিল। ভিতরে গিয়ে আলমারি খোলা দেখতে পায়। আলমারিতে রাখা ভ্যাকসিনের নগদ অর্থ উধাও।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার কানিজ ফারহানা জানান, চুরির ঘটনাটি রহস্যজনক, আমাদের আরো কি কি চুরি হয়েছে এ বিষয়ে একটি সুনির্দিষ্ট তালিকা তৈরি করা হচ্ছে। আপাতত আলমারি থেকে নগদ টাকা চুরির বিষয়ে জানা গেছে। হাসপাতালের কেউ যদি জড়িত থাকে তাহলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এ বিষয়ে বদলগাছী থানা অফিসার ইনচার্জ ওসি শাহ্জাহান আলী বলেন, প্রাথমিক অভিযোগ পেয়েছি এবং থানা পুলিশ চুরির ঘটনা তদন্ত করছে। তদন্ত সাপেক্ষে চুরির ঘটনায় সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনা হবে।

Please Share This Post in Your Social Media

দৈনিক ঢাকার কন্ঠ
© All rights reserved © 2012 ThemesBazar.Com
Design & Developed BY Hostitbd.Com