রবিবার, ০৫ জানুয়ারী ২০২৫, ০৬:২৯ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ
রামপালে শীতার্তদের হাতে উপহারের কম্বল তুলে দিলেন কৃষিবিদ শামীম  ‎ বোদা পৌর আওয়ামী লীগের নগরকুমারী পুঞ্জিতে দুর্বৃত্তরা আগুন খ‍্যাতিমান চিত্রনায়িকা অঞ্জনার প্রয়ানে প্রবাসীদের শোক  ঢাকা উত্তরা আজমপুরে ফার্নিচার দোকানে আগুন,পুডে গেছে ২ টি দোকান ৩৫তম বিসিএস প্রশাসন ক্যাডার অ্যাসোসিয়েশনের নতুন সভাপতি আবুবকর ও সাধারণ সম্পাদক তুহিন বিনম্র শ্রদ্ধায় স্মরণ..….. নোয়াখালীতে অবৈধভাবে কৃষি জমির মাটি কাটায় অভিযোগ ৫০ হাজার টাকা জরিমানা বিএফআইইউ’র সাবেক প্রধান কর্মকর্তা মাসুদ বিশ্বাসের বিরুদ্ধে দুদকের মামলা রাজধানীতে ভুয়া মালিক সাজিয়ে প্লট বিক্রি, রাজউকের কর্মীর সংশ্লিষ্টতা পেয়েছে দুদক বৈষম্যহীনভাবে যোগ্য ব্যক্তিকে সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতাভুক্ত করা হবে: রাষ্ট্রপতি

ভোটের অধিকার ফিরিয়ে আনতে সংগ্রাম অব্যাহত রাখতে হবেঃ কৃষিবিদ শামীমুর রহমান 

নিউজ দৈনিক ঢাকার কন্ঠ 

মল্লিক মোঃ জামান,রামপাল (বাগেরহাট)প্রতিনিধি:

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির গবেষণা বিষয়ক সম্পাদক কৃষিবিদ শামীমুর রহমান শামীম বলেছেন, আমরা দীর্ঘদিন ধরেই ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে সংগ্রাম চালিয়েছি। খুনি হাসিনা নির্বাচনব্যবস্থাকে পুরোপুরি ধ্বংস করে ফেলেছে। জনগণের ভোটাধিকার থেকে শুরু করে সব সাংবিধানিক অধিকার হরণ করেছে।

অবৈধভাবে ক্ষমতা ধরে রাখতে তারা গুম, খুন, বিচারবহির্ভূত হত্যাকাণ্ড, মামলা, নিপীড়ন, নির্যাতনের মাধ্যমে অবৈধ ক্ষমতাসীনরা দেশে অরাজকতার রাজত্ব কায়েম করেছিল। পাশাপাশি লুটপাট-দুর্নীতির মাধ্যমে দেশের অর্থনীতিকে ধ্বংস করেছে। এজন্যই আমরা তারেক রহমানের নির্দেশনায় ভোটের ব্যবস্থা, নির্বাচন ব্যবস্থা ফিরিয়ে আনতে এবং জনগণের গণতান্ত্রিক অধিকার, মানুষের মতপ্রকাশের স্বাধীনতার ব্যাপারে জোর দাবি নিয়ে রাজপথে আন্দোলন-সংগ্রাম করেছি। অবশেষে খুনি হাসিনা গণহত্যা করে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে দেশ ছেড়ে পালিয়েছে। আমাদের ভোটের অধিকার ফিরিয়ে আনতে সংগ্রাম অব্যাহত রাখতে হবে।

সোমবার (৯ ডিসেম্বর) বিকেলে রামপালে উপজেলার হুড়কা ইউনিয়ন বিএনপি কর্তৃক আয়োজিত বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কল্যাণমূলক রাষ্ট্র গঠনের ৩১ দফার প্রস্তাবনা বিতরণ ও সমাজে সর্বস্তরের সীমাহীন দুর্নীতি, সন্ত্রাস নৈরাজ্য ও মাদকের বিরুদ্ধে শান্তিপ্রিয় জনতার প্রতিবাদ সমাবেশে ঝলমূলিয়া দীঘির পাড়ে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন কৃষিবিদ শামীমুর রহমান (শামীম)।

তিনি আরো বলেন, এদেশের গণমানুষের দল বিএনপি, কোটি কোটি জনতার হৃদয়ের স্পন্দন তারেক রহমান। অচিরেই তিনি বাংলাদেশে বীরের বেশে আসবেন। এদেশের সাধারণ মানুষ বৈষম্যের শিকার ছিল-আমরা সমাজে আর কোথাও বৈষম্য দেখতে চাইনা। হাসিনা সরকার স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণকারী প্রকৃত মুক্তিযোদ্ধাদের বাদ দিয়ে ভুয়া মুক্তিযোদ্ধা বানিয়ে রাষ্ট্রীয় ভাতা ভোগ করিয়েছে। আমরা প্রকৃত মুক্তিযোদ্ধাদের মূল্যায়ন চাই এবং ভুয়া মুক্তিযোদ্ধাদের বাদ দিতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহবান জানাই। আমাদের কোমলমতি ছাত্রদের রক্তের ঋণ শোধ করতে হবে। সবাই মিলেমিশে কাঁধে কাঁধ মিলিয়ে রাষ্ট্র গঠনে কাজ করতে হবে। আগামীর বাংলাদেশ তারেক রহমানের হাতে নিরাপদ। হিন্দু ভাইদের যদি কেউ নির্যাতন করে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থ গ্রহণ করা হবে। গত ১৭ বছর আমাদের অসংখ্য নেতা-কর্মীদের বাড়ি-ঘর জ্বালিয়ে দিয়েছে আওয়ামী সন্ত্রাসীরা। গোটা বাগেরহাটে সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছিল আওয়ামী লীগ। ২৪শের আন্দোলনে ছাত্রদের ত্যাগ ইতিহাসে স্থান করে নিয়েছে। আগামীতে তারেক রহমান একটি ক্ষুধামুক্ত, দারিদ্র্যমুক্ত ও একটি বৈষম্যহীন সমাজ আমাদের উপহার দিবেন। আগামী ৩ মাসের মাধ্যে সম্মেলন করে গণতান্ত্রিক প্রক্রিয়ায় বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের কমিটি গঠন করা হবে। সবাইকে ঐক্যবদ্ধ থেকে কাজ করার আহ্বান জানান এই বিএনপি নেতা।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহ্বায়ক শেখ হাফিজুর রহমান তুহিন।

এসময় উপস্থিত ছিলেন বিএনপি নেতা অধ্যাপক আব্দুল মোক্তাদির, প্রদীপ কুমার মণ্ডল, হাওলাদার রফিকুল ইসলাম, আরাফাত হোসেন, লাভলু ফকির, অধ্যাপক মনিরুল ইসলাম, মোহাম্মদ আলমগীর, ইসমাইল মোল্লা খোকম, সৈয়দ কুদরতি ইলাহি প্রমুখ। সমাবেশ শুরুর আগে বিভিন্ন ইউনিয়ন মিছিল সহকারে সমাবেশে যোগদান করেন বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা।

Please Share This Post in Your Social Media

দৈনিক ঢাকার কন্ঠ
© All rights reserved © 2012 ThemesBazar.Com
Design & Developed BY Hostitbd.Com