সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ১২:১২ পূর্বাহ্ন
কলকাতায় ধর্ষণের দায়ে আ’লীগের ৪ নেতা গ্রেপ্তার’ সংক্রান্ত একটি প্রতিবেদন প্রকাশ করে ‘ফেস দ্যা পিপল’ নামে অনলাইন সংবাদ মাধ্যম। তবে প্রতিবেদনটিকে ‘অসত্য সংবাদ’ হিসেবে স্বাধীন ফ্যাক্টচেক সংক্রান্ত সংস্থা ‘ফ্যাক্টচেকার’।
মঙ্গলবার( ১০ ডিসেম্বর) স্বাধীন ফ্যাক্টচেক সংক্রান্ত সংস্থা ‘ফ্যাক্টচেকার’ জানায়, কলকাতায় ধর্ষণের দায়ে আ’লীগের ৪ নেতা গ্রেপ্তার হয়নি বরং তাদের বিরুদ্ধে পশ্চিম জৈন্তা হিল জেলার একজন ট্রাকচালককে মারধরের অভিযোগে গত মাসে ডাউকি থানায় মামলা হয়েছিল।
আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসি বাংলা জানিয়েছে, ভারতের কলকাতা থেকে সিলেটের আওয়ামী লীগ নেতাদের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ নেই।
পুলিশের বরাত দিয়ে ‘ফ্যাক্টচেকার’ জানায়, ভারতের কলকাতা থেকে সিলেটের আওয়ামী লীগ ও যুবলীগের চার নেতাকে গ্রেপ্তার করেছে মেঘালয় রাজ্যের ডাউকি থানার পুলিশ। গত রোববার ভোরে কলকাতার নিউ টাউন এলাকার একটি ফ্ল্যাট থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
মেঘালয়ের পত্রিকা দ্য শিলং টাইমসের একটি প্রতিবেদনে বলা হয়েছে, গ্রেপ্তার চারজনকে রোববার রাতে কলকাতা থেকে পশ্চিম জৈন্তা হিল জেলার প্রধান শহর জোয়াইয়ে আনা হয়। ট্রাকচালককে মারধরের অভিযোগে ডাউকি থানায় হওয়া মামলায় জিজ্ঞাসাবাদের জন্য তাঁদের পুলিশ হেফাজতে রাখা হয়েছে।