রবিবার, ০৫ জানুয়ারী ২০২৫, ০৬:২৫ পূর্বাহ্ন
মনির হোসেন জীবন, বিশেষ সংবাদদাতা :
উত্তরা প্রেসক্লাবের ২০২৪-২০২৫ সেশনের কার্যনির্বাহী কমিটির নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব হাজী মোহাম্মদ মোস্তফা জামান।
মতবিনিময় সভায় উত্তরা প্রেসক্লাবের কার্যনিবাহী কমিটির পক্ষ থেকে হাজী মোস্তফা জামানকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। ।
এ সময় উপস্থিত ছিলেন উত্তরা প্রেসক্লাবের সভাপতি মাসুদ পারভেজ, সিনিয়র সহ-সভাপতি আওলাদ হোসেন বাবলু, সাধারণ সম্পাদক মানিক খান, সাংগঠনিক সম্পাদক স্বপন রানা সোহেল সহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দগণ এসময় উপস্থিত ছিলেন।
মঙ্গলবার রাতে রাজধানীর উত্তরা ১০ সেক্টর রানাভোলা এলাকায় তার নিজ বাসভবনের নিজস্ব কার্যালয়ে উত্তরা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেন
হাজী মোহাম্মদ মোস্তফা জামান।
মতবিনিময়কালে সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে ঝুঁকি ও অপ-সাংবাদিকতা রোধে করণীয় বিষয়ে বক্তব্য রাখেন উত্তরা প্রেসক্লাবের সভাপতি মোঃ মাসুদ পারভেজ
সভায় সাংবাদিকদের উদ্দেশ্য করে হাজী মোস্তফা জামান বলেন, আপনারা সমাজের আয়না। সাংবাদিক সমাজ হলো জাতীর বিবেক। আমরা চাই উত্তরা প্রেসক্লাব একটি আধুনিক প্রেসক্লাব হউক। আমরা হয়তো একদিন এই পৃথিবীতে থাকবো না কিন্তু এ প্রেসক্লাব ভবন উত্তরাবাসীর মাঝে স্মরণীয় হয়ে থাকবে। এ সময় তিনি আরো বলেন, জাতীয় প্রেস ক্লাব ভবন নির্মানের জায়গাটি ও আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া দিয়েছে। আপনার ঐক্যবদ্ধ হলে আমরা আপনাদেরকে প্রেসক্লাব ক্লাব ভবন নির্মানে জমিসহ সকল প্রকার সহযোগিতা করবো। তিনি আরো বলেন, সরকারি রাস্তার উপর প্রেসক্লাব ভবন করার দরকার নাই। আমরা আপনাদেরকে জায়গার ব্যবস্থা করে দিবো ইনশাআল্লাহ।
উত্তরা প্রেসক্লাবের সদস্যরা আমাদের রাজনৈতিক কর্মকান্ড এবং বিভিন্ন বিষয়ে সঠিক তথ্য তুলে ধরছেন এতে আমরা কৃতজ্ঞ। বর্তমানে দেশের রাজনিতীতে ক্লান্তিকাল যাচ্ছে। এসময় আপনাদের ভূমিকা সবচেয়ে বেশি জরুরী। দেশের ভাবমূর্তি নষ্ট করতে একটি কুচক্রী মহল নানান ভাবে প্রোপাকান্ডা ছড়াচ্ছে। আপনারাই জনগণের কাছে সঠিক তথ্য তুলে ধরতে পারেন। আপনাদের এতটুকু আশ্বাস দিতে পারি কেউ কোনো অন্যায় করে পার পাবে না এবং আমাকে দিয়ে কেউ অন্যায় কাজ করাতে পারবে না। তবে ভালো কাজে সব সময় আমার সর্বাত্মক সহযোগিতা পাবেন। আপনারা নিশ্চয়ই আমাদের গঠনমূলক সমালোচনা করবেন। বর্তমান সময়ে আপনারাই আমাদের সবচেয়ে বড় সমালোচক। আমারও ভুল হতে পারে আপনারা আমাদেরকে বলবেন, আমরা ভুল সুধরে নিবো। রাষ্ট্র গঠনে আমি আপনাদের সবাইকে নিয়ে এক সাথে কাজ করতে চাই।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উত্তরা প্রেসক্লাবের কার্য-নির্বাহী কমিটির সিনিয়র সহ-সভাপতি গ্লোবাল টেলিভিশনের স্টাফ রিপোর্টার আওলাদ হোসেন বাবলু, যুগ্ম-সাধারণ সম্পাদক এস এ টিভির রিপোর্টার আব্দুল আহাদ, সহ সাধারণ সম্পাদক যুগান্তর পত্রিকার উত্তরা পূর্ব থানা প্রতিনিধি আরিফ হোসেন চৌধুরী, সাংগঠনিক সম্পাদক দৈনিক মানবকন্ঠের রিপোর্টার স্বপন রানা, অর্থ সম্পাদক দৈনিক সকালের সময়ের রিপোর্টার এইচ এম মাহমুদ হাসান, দপ্তর সম্পাদক দৈনিক বাংলাদেশ সমাচারের রিপোর্টার চপল সরদার, তথ্য ও প্রযুক্তি সম্পাদক রূপালী বাংলাদেশের রিপোর্টার তরিক শিবলী, সমাজ কল্যাণ সম্পাদক দৈনিক আজকের অগ্রবানীর রিপোর্টার হুমায়ুন কবির সহ আরো উপস্থিত ছিলেন দৈনিক মানবকণ্ঠের রিপোর্টার রাসেল খান, দৈনিক দেশ রুপান্তর পত্রিকার আশরাফ হোসেন ডালি, আর টিভির স্টাফ রিপোর্টার তরিকুল ইসলাম, মোহনা টেলিভিশনের প্রতিনিধি রাজু প্রমুখ।