বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি:
নাটোরের বড়াইগ্রাম থেকে পলাতক আসামি কামাল হোসেন কে পাবনা থেকে গ্রেফতার করেছে বনপাড়া হাইওয়ে পুলিশ। বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) দুপুরে পাবনা সদরে আসামীর ভাড়া বাড়ি থেকে তাকে আটক করা হয়। আটককৃত আসামি পাবনা সদরের আতাইকুলা থানার জোয়ারদাহ গ্রামের ফজলুল হকের ছেলে।
সূত্র জানায়, গত ১০ নভেম্বর রাত ৩ টার দিকে বনপাড়া-নাটোর মহাসড়কের বনপাড়া বাইপাস এলাকায় চোরাই ট্রাক সহ আটক করে বনপাড়া হাইওয়ে থানা হেফাজতে রাখা হয় ধৃত আসামি কামাল হোসেন কে। আটক ট্রাক চোর সুকৌশলে পরদিন সকাল ১১ টার দিকে জানালা ভেঙ্গে পালিয়ে যায়। পরে এবিষয়ে বড়াইগ্রাম থানায় একটি চুরি ও থানা হেফাজত থেকে পালানো বিষয়ে মামলা দায়ের করে হাইওয়ে থানার এসআই আলিমুল হক।
এ বিষয়ে হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ইসমাইল হোসেন জানান, গত ১০ ডিসেম্বর সকালে আসামি কামাল হোসেন থানা হেফাজত থেকে পালিয়ে যায়, আমি সঙ্গীয় ফোর্স সহ ব্যপক অভিযান পরিচালনা করে অদ্য তারিখে পাবনা সদরের আসামির ভাড়া বাড়ি থেকে আটক করি এবং পূর্বের ঘটনায় দায়েরকৃত মামলায় আসামিকে বড়াইগ্রাম থানায় হস্তান্তর করি। আসামীর বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করবে বড়াইগ্রাম থানা পুলিশ।