বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪, ০৫:৪৩ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ
মাধবপুরে সড়ক দূর্টনায় শিশুসহ ৪ জন নিহত, আহত ৬ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় বিগত স্বৈরাচার সরকার কর্তৃক সকল মিথ্যা মামলা সমূহ নিষ্পত্তি শীর্ষক মতবিনিময় সভা  বাংলাদেশে আইনের শাসন নেই’, তারেক-মামুনের সাজা স্থগিতে মন্তব্য আন্তর্জাতিক তদন্তকারী ডেবরা’র হতদরিদ্রের ওএমএস বন্ধ সাড়ে ৪ মাস, খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয় ঘেরাও দুমকী উপজেলায়,, কৃষক দলের প্রতিষ্ঠা বার্ষিকীতে, র‍্যালি ও সমাবেশ, উত্তরা প্রেসক্লাবের কার্য-নির্বাহী কমিটির সাথে বিএনপি নেতা হাজী মোস্তফা জামানের মতবিনিময়  জুলাই আগষ্ট -২৪ কে ভূলে যাওয়া মানে বাংলাদেশকে ভূলে যাওয়া কালীগঞ্জে ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার সিলেট সদরের নতুন নেতৃত্বে টিটো-রাজীব

হতদরিদ্রের ওএমএস বন্ধ সাড়ে ৪ মাস, খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয় ঘেরাও

নিউজ দৈনিক ঢাকার কন্ঠ 

প্রায় সাড়ে চার মাস ধরে স্বল্পমূল্যে খোলা বাজারে খাদ্যশস্য (ওএমএস) এর চাল ও আটা বিক্রি বন্ধ রয়েছে। অনতিবিলম্বে ওএমএস কার্যক্রম চালুর দাবিতে বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন নওগাঁর হতদরিদ্র ও নিম্ন আয়ের মানুষেরা।

বুধবার ১১ই ডিসেম্বর সকাল সাড়ে ১০টায় জেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয় ঘেরাও করে এই বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়।

এ সময় বিভিন্ন স্লোগান সম্বলিত প্ল্যাকার্ড হাতে ঘণ্টাব্যাপী অবস্থান নেন হতদরিদ্র লোকজন। পরে জেলা সহকারী খাদ্য নিয়ন্ত্রক এনামুল কবিরের আশ্বাসে সেখান থেকে সরে যান তারা।

বিক্ষুব্ধদের অভিযোগ, গত আগস্টে রাজনৈতিক পট পরিবর্তনের আগে নওগাঁ পৌরসভা এলাকায় ১৮টি কেন্দ্রে ওএমএস ডিলারদের মাধ্যমে হতদরিদ্র ও নিম্ন আয়ের মানুষদের মাঝে স্বল্প মূল্যে চাল ও আটা দিত আওয়ামী লীগ সরকার। তবে ৫ই আগস্টের পর ১৮টি কেন্দ্রের মধ্যে হঠাৎই ১৫টি কেন্দ্র বন্ধ করে দিয়েছে খাদ্য বিভাগ। এতে দ্রব্যমূল্যের উর্ধ্বগতির বাজারে চরম বিপাকে পড়েছেন তারা। তাই অনতিবিলম্বে ওএমএস সবকটি কেন্দ্র চালুর দাবি তাদের।

বিক্ষোভে অংশ নেওয়া রিকশাচালক আজমত বলেন, সারাদিন রিকশা চালিয়ে যে আয় হয় সেটা দিয়ে এই উচ্চমূল্যের বাজারে টিকে থাকা কষ্টকর। ওএমএস কর্মসূচি চালু অবস্থায় কম দামে চাল ও আটা কিনে কিছুটা সামাল দিতাম। সেই চাল-আটা টানা সাড়ে ৪ মাস যাবত পাই না। তাই দুই বেলা পেটপুরে খাওয়া হচ্ছেনা। বাধ্য হয়ে পেটের ক্ষুধায় ফুড অফিসে এসে দাঁড়িয়েছি। কী কারণে এটি বন্ধ রয়েছে সেই কারণ কর্মকর্তাদের কেউই স্পষ্টভাবে বলতে চাইছেন না।

বিধবা হোছনেয়ারা বেগম বলেন, জীবিকার তাগিদে বৃদ্ধ বয়সে এসেও রাস্তার আনাচে-কানাচে বসে শাকসব্জি বিক্রি করি। সেই রোজগারে ৫৪ টাকা কেজি দরে চাল কিনে খাওয়ার সাধ্য আমাদের নেই। তাই ওএমএস-ই শেষ ভরসা ছিল। গরিবের সেই চাল-আটা নিয়ে এসব নোংরা রাজনীতি বন্ধ করতে হবে। নয়তো আমাদের অর্ধাহারে অনাহারে দিন কাটানো ছাড়া উপায় থাকবে না।

বিক্ষোভকারী মোক্তার হোসেন জানান, যেসব ওএমএস ডিলার ছিল, তাদেরকে আওয়ামী লীগের দোসর দাবি করে দোকান ভেঙে লুট করে নিয়ে গেছে বিএনপি-জামায়াতের লোকজন। এখন নতুন করে লাইসেন্স দেওয়া হবে। কিন্তু আগের লোকজন যেন নতুন করে ডিলারশিপ না পায় সেজন্য তাদের বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে। অনেককে এলাকাতেই থাকতে দেওয়া হচ্ছে না। সেজন্য ডিলারদের দোকানগুলো একটাও অক্ষত নেই। নতুন লোকজনকে বন্দোবস্ত দেওয়ার জন্যই ফুড অফিসের লোকজন এসব করছে।

এ বিষয়ে জানতে চাইলে নওগাঁ জেলা সহকারী খাদ্য নিয়ন্ত্রক এনামুল কবির বলেন, বন্ধ থাকা ওএমএস কেন্দ্র চালুর দাবি নিয়ে অফিস চত্বরে আসা ভোক্তাদের কথা শুনেছি। তাদের দাবির বিষয়গুলো জেলা ওএমএস কমিটি বরাবর উত্থাপন করা হবে। শিগগিরি ফলপ্রসূ সিদ্ধান্ত নিয়ে এই সংকট সমাধান করা হবে।

তবে ডিলারশিপ বাতিল করে নতুনদের লাইসেন্স দেওয়ার অভিযোগের বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি তিনি।

জেলা ওএমএস কমিটির সভাপতি ও নওগাঁর জেলা প্রশাসক আব্দুর আউয়াল বলেন, পরিবর্তিত রাজনৈতিক প্রেক্ষাপটের পর নওগাঁ পৌরসভা এলাকার অধিকাংশ ওএমএস ডিলার সঠিকভাবে কার্যক্রম পরিচালনা করতে পারছেন না। বিষয়টি নিয়ে আলোচনার প্রেক্ষিতে যৌথ মতামতের ভিত্তিতে ১৫টি কেন্দ্র বন্ধ রাখা হয়। সেইসঙ্গে নতুন ডিলার নিয়োগের প্রক্রিয়া এগিয়ে নেওয়া হয়। যেহেতু তারা বিক্ষোভ করেছেন, প্রয়োজনে যৌথ মতামতের ভিত্তিতে আবারো কেন্দ্রগুলো চালু করা হবে।

Please Share This Post in Your Social Media

দৈনিক ঢাকার কন্ঠ
© All rights reserved © 2012 ThemesBazar.Com
Design & Developed BY Hostitbd.Com