রবিবার, ০৫ জানুয়ারী ২০২৫, ০৬:১৫ পূর্বাহ্ন
এম সাজেদুল ইসলাম সাগর (নবাবগঞ্জ) দিনাজপুর প্রতিনিধি
দিনাজপুরের নবাবগঞ্জে রবিবার বেলা ১১ টায় দাউদপুর এলাকাবাসীর আয়োজনে দাউদপুর ডিগ্রী মহাবিদ্যালয় নতুন ভবন কে কেন্দ্র করে এক মানব বন্ধনের আয়োজন করা হয়েছে। উক্ত মানববন্ধনে দাউদপুর কলেজের পূর্বের শিক্ষার্থী বর্তমান শিক্ষার্থী এলাকাবাসী অংশগ্রহণ করেন। মানব বন্ধনে বক্তারা বলেন, আমরা কলেজ চাই একাডেমিক ভবন ও চাই সঙ্গে খেলার মাঠ কে অক্ষত রেখে একাডেমিক ভবন নির্মাণের দাবি জানাচ্ছি। এছাড়াও বক্তারা জানান যদি খেলার মাঠ নষ্ট হয় প্রয়োজনে শরীরের রক্তদিয়ে হলেও এ মাঠ রক্ষা করব। মানববন্ধন শেষে দাউদপুর ডিগ্রী কলেজের অধ্যক্ষ বরাবর একটি স্মারকলিপি প্রদান করা হয় স্মারকলিপিতে বলা হয়। আমরা শ্রদ্ধার সাথে দাউদপুর এলাকার স্থায়ী বাসিন্দা। আমাদের এলাকার একমাত্র ঐতিহ্যবাহী খেলার মাঠ এই দাউদপুর ডিগ্রি কলেজ মাঠ।
কথায় আছে
“সুস্থ শরীর ব্যায়ামের মাধ্যমে সুস্থ মন নিয়ে আসে” যেহেতু বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই, তাই এ ক্ষেত্রকে অটুট রাখা প্রয়োজন। আমরা নির্ভরযোগ্য সূত্রে জানতে পেরেছি যে, আমাদের মাঠের দক্ষিণ (পূর্ব-পশ্চিম) পাশে একটি নতুন একাডেমিক ভবন নির্মাণের প্রস্তুতি চলছে। ভবনটি দক্ষিণ (পূর্ব-পশ্চিম) পাশে নির্মিত হলে খেলার মাঠ খেলার অনুপযোগী হয়ে পড়বে এবং কলেজের সকল শিক্ষার্থী ও এলাকার খেলোয়াড়রা খেলাধুলার মতো বিনোদনমূলক কার্যক্রম থেকে বঞ্চিত হবে। ঐতিহ্যবাহী বিশ্ববিদ্যালয় হিসেবে আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য এসব ডিগ্রি কলেজের উন্নয়ন একান্ত প্রয়োজন। ডিগ্রী কলেজের নতুন একাডেমিক ভবনের কথা বিবেচনা করে এটিকে দক্ষিণ পাশে (পূর্ব-পশ্চিম) বা পূর্ব পাশে (দক্ষিণ-উত্তর) বা প্রশাসনিক ভবনের উত্তর পাশে বা সুবিধাজনক স্থানে নির্মাণ না করে আমাদের খেলার মাঠ। অক্ষত থাকে এবং নতুন ভবনও নির্মিত হয়।
পরে একই স্মারকলিপি নবাবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার বরাবর আরেকটি স্মারকলিপি প্রদান করা হয়।