রিপোর্টার, শম্পা দাস ও সমরেশ রায় , পশ্চিমবঙ্গ
আজ ১৭ ই ডিসেম্বর মঙ্গলবার, মেদিনীপুর জেলায়, পাঁশকুড়া নাগরিক সমাজের ডাকে, আর জি করের ঘটনায়, সন্দীপ ঘোষ ও অভিজিৎ মন্ডলকে জামিন দেওয়ায়, এক প্রতিবাদ কর্মসূচী করলেন।
তাহারা জানান, বিচারহীনতার চার মাস অতিক্রান্ত, বিচার এখনো পায়নি অভয়া, ইতিমধ্যেই গ্রেপ্তার হওয়া সন্দীপ ঘোষ ও অভিজিৎ মন্ডল জামিন পেয়েছেন, সি বি আই চার্জশিট জমা না দিতে পারায়।
তাই এর প্রতিবাদে রাস্তায় নামল পাঁশকুড়া নাগরিক সমাজ, অভয়ার বিচারের দাবীতে, দীর্ঘস্থায়ী গণ আন্দোলন গড়ে তুলতে, বিক্ষোভ এবং প্রতিবাদ সভা করেন পাঁশকুড়া নাগরিক সমাজের পক্ষ থেকে, তাদের দাবী, সি বি আই ও রাজ্য সরকারের গোপন যোগ সাজোস রয়েছে, তাই সন্দীপ ঘোষ ও অভিজিৎ মন্ডল জামিন পেয়েছেন।।
কেন সি বি আই চার্জশিট দিতে পারল না এবং কবে অভয়া বিচার পাবে ,এই দাবী তুলে গণ আন্দোলনের ডাক দিল পাঁশকুড়া নাগরিক সমাজ।
জানান আমরা থেমে থাকবো না, আমরা অভয়ার পাশে আছি, সঠিক বিচার যতদিন না হবে, আন্দোলন চলবে, আরো তীব্রতর আন্দোলন গড়ে তুলবো, কেন এতদিন ধরে সিবিআই চাইছি জমা দিতে পারল না তার জবাব চাই। কিভাবে সন্দীপ ঘোষ ও অভিজিৎ মন্ডল ছাড়া পেল, তাই এই কর্মসূচির মধ্য দিয়ে সকলকে আহ্বান, সঠিক বিচারের জন্য আন্দোলন তীব্রতর করে তুলুন সকলে, অভয়া সঠিক বিচার পাক।