সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৪:২৯ অপরাহ্ন
ডেস্কঃ নিউজ
রাজধানী উত্তরা সিটির দক্ষিণ খান কেসি স্কুল সংলগ্ন পিবি মর্ডান স্কুল রোডের মোড়ে জুয়েলের চা দোকানে চুরির তথ্য মিলেছে। এ বিষয়ে চা দোকানী জুয়েল সংবাদমাধ্যমকে জানান,দোকানে থাকা সিগারেট ও ক্যাশ থেকে টাকা চুরি হয়েছে। তবে কত টাকার সিগারেট চুরি হয়েছে সে বিষয়ে জানা যায়নি।
চা দোকানদার জুয়েল আরও জানান,এক মাসে ৩ বার তারই এই দোকানে চুরি হয়। তিনি জানান,এই চুরির ঘটনা ঘটে কখনো দোকানের উপরের দেয়াল ভেঙে আবার কখনো দোকানের শাটার ভেঙে। চা দোকানদার জুয়েল সংবাদমাধ্যমের সাক্ষাতকারে জানান,গতকাল ১৭ ডিসেম্বর রাত সাড়ে ১০টায় তিনি তাঁর চা দোকান বন্ধ করেন এবং দোকানে কয়েক ব্রান্ডের সিগারেট(স্টার,ব্যান্সন,ডার্বি,
রেখে যান ও ক্যাশে কিছু টাকাও রেখে যান এবং সেই সিগারেট ও টাকা চুরি হয়,তবে দোকানী জুয়েলের ধারনা আনুমানিক রাত ১২ টার পরই তার দোকানের শাটার ভেঙে এই চুরির ঘটেছে।
এ চুরির ঘটনার প্রেক্ষিতে ১৮ ডিসেম্বর (বুধবার)দক্ষিণখান থানায় একটি লিখিত অভিযোগের তথ্য মেলে। এলাকাবাসী জানায়,এলাকায় এতো দোকান থাকতে কেনো এই চা দোকানে বার বার চুরি হয়? হয়েতা দোকানীর সঙ্গে পূর্ব শত্রুতার জেরে এই চা দোকানে বার বার চুরি করছে একই ব্যক্তি মনে হয় এমনও কথা বলে মন্তব্য করেন এলাকার অনেকেই।এলাকার অনেকেরই মন্তব্য,৫ আগস্টের পর মহল্লায় মহল্লায় চুরি,ডাকাতি বেড়েই চলেছে,তবে প্রশাসনের কিছুটি অবহেলার কারনেই এমনটা ধারনা ।