সোমবার, ৩০ ডিসেম্বর ২০২৪, ১১:১২ অপরাহ্ন
১৯ ডিসেম্বর, ২০২৪ ইং নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘আন্তর্জাতিক অভিবাসী দিবস-২০২৪’ ও ‘জাতীয় প্রবাসী দিবস-২০২৪’ উদ্যাপিত হয়েছে।
আজ ঢাকায় প্রাপ্ত এক তথ্য বিবরণীতে জানানো হয়েছে, বুধবার দিবসটি পালন উপলক্ষে মহান বিজয়ের এ মাসে কনসাল জেনারেল মো. নাজমুল হুদা মহান মুক্তিযুদ্ধের সকল শহিদ এবং বীরাঙ্গনা, রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা, মহান মুক্তিযুদ্ধের সকল স্তরের নেতা-কর্মীর এবং জুলাই-আগষ্টের ছাত্র-জনতার অভ্যুত্থানে শহিদদের রূহের মাগফেরাত কামনা করেন এবং যারা এ অভ্যুত্থানে আহত হয়েছেন তাদের দ্রুত আরোগ্য কামনা করেন।
তিনি দেশের স্বাধীনতায় মহান মুক্তিযুদ্ধ ও জুলাই-আগষ্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে প্রবাসীদের ভূমিকা গভীর শ্রদ্ধায় স্মরণ করেন।
আগত সেবা প্রার্থীরা দিবস উপলক্ষে তাদের অভিমত ব্যক্ত করেন। তাদের বক্তব্যে তারা কনস্যুলেট জেনারেলের নতুন ভবনের পরিবেশ সম্পর্কে ও সেবার মান নিয়ে সন্তোষ প্রকাশ করে ‘আন্তর্জাতিক অভিবাসী দিবস’ ও ‘জাতীয় প্রবাসী দিবস’ আয়োজ