রবিবার, ০৫ জানুয়ারী ২০২৫, ১০:১৯ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ
রামপালে শীতার্তদের হাতে উপহারের কম্বল তুলে দিলেন কৃষিবিদ শামীম  ‎ বোদা পৌর আওয়ামী লীগের নগরকুমারী পুঞ্জিতে দুর্বৃত্তরা আগুন খ‍্যাতিমান চিত্রনায়িকা অঞ্জনার প্রয়ানে প্রবাসীদের শোক  ঢাকা উত্তরা আজমপুরে ফার্নিচার দোকানে আগুন,পুডে গেছে ২ টি দোকান ৩৫তম বিসিএস প্রশাসন ক্যাডার অ্যাসোসিয়েশনের নতুন সভাপতি আবুবকর ও সাধারণ সম্পাদক তুহিন বিনম্র শ্রদ্ধায় স্মরণ..….. নোয়াখালীতে অবৈধভাবে কৃষি জমির মাটি কাটায় অভিযোগ ৫০ হাজার টাকা জরিমানা বিএফআইইউ’র সাবেক প্রধান কর্মকর্তা মাসুদ বিশ্বাসের বিরুদ্ধে দুদকের মামলা রাজধানীতে ভুয়া মালিক সাজিয়ে প্লট বিক্রি, রাজউকের কর্মীর সংশ্লিষ্টতা পেয়েছে দুদক বৈষম্যহীনভাবে যোগ্য ব্যক্তিকে সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতাভুক্ত করা হবে: রাষ্ট্রপতি

তাবলীগী জামাত ও তাওহিদী জনতা জামালপুর জেলার উদ্যোগে মানববন্ধন – স্মারকলিপি প্রদান

নিউজ দৈনিক ঢাকার কন্ঠ 

হাসান আহাম্মেদ সুজন, জামালপুর জেলা প্রতিনিধি। 

টঙ্গী বিশ্ব ইজতেমা ময়দানে গভীর রাতে ঘুমন্ত তাবলীগী সাথীদের উপর খুনি সাদ’পন্হী কতৃক বর্বরোচিত সন্ত্রাসী হামলা ও হত্যার দ্রুত বিচারের ও ৭ দফা দাবিতে তাবলীগী জামাত ও তাওহিদী জনতা জামালপুর জেলার উদ্যোগে মানববন্ধন – স্মারকলিপি প্রদান অনুষ্ঠিত হয়েছে।

২১ ডিসেম্বর শনিবার সকালে স্থানীয় ফৌজদারী মোড়ে ঘন্টাব্যাপী মানববন্ধন করে পরে জেলা প্রশাসক বরাবর জেলা প্রশাসকের প্রতিনিধির নিকট স্মারকলিপি প্রদান করেন। মানববন্ধন ও স্মারকলিপি প্রদান অনুষ্ঠানের আয়োজন করেন তাবলীগী জামাত ও তাওহিদী জনতা জামালপুর জেলা।

ইত্তেফাকুল ওলামা জামালপুর জেলা শাখার সভাপতি, মানববন্ধন ও স্মারকলিপি প্রদানের আহবায়ক আল্লামা মুফতী শামসুদ্দিনের সভাপতিত্বে ও মুফতী বারীজ উদ্দিন ও মাওলানা আলাউদ্দিনের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন ইত্তেফাকুল ওলামা জামালপুর জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি মাওলানা নজরুল ইসলাম, সহ-সভাপতি মাওলানা মাসউদ হোসাইন, মাওলানা হাসান আলী, মাওলানা আমানুল্লাহ কাসেমী, মাওলানা মেরাজুর রহমান, বড় মসজিদের খতীব মুফতী আব্দুল্লাহ, মহতামীম ডাকপাড়া মাওলানা আবুল কাশেম, ইসলামী আন্দোলন বাংলাদেশ জামালপুর জেলা শাখার সভাপতি ডাঃ মোহাম্মদ ইউনুস, সিনিয়র সহ-সভাপতি মুফতী মোস্তফা কামাল,সহ-সভাপতি মুফতী সোলাইমান সহ অন্যান্য নেতৃবৃন্দ।

এসময় ইত্তেফাকুল উলামা জামালপুর জেলা শাখার সকল নেতৃবৃন্দ ও তাবলীগী জামাত ও তাওহিদী জনতা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য যে,৭ দফা দাবীগুলো হলো ( ১) যে সমস্ত খুনিদের নামে মামলা হয়েছে তাদেরকে ও অজ্ঞাতদেরকে ২৪ ঘন্টার মধ্যে গ্রেফতার করে তাদেরকে ফাঁসি দিতে হবে ( ২) সারা বাংলাদেশে তাদের কার্যক্রম বন্ধ করতে হবে। কারণ মসজিদ হলো পবিত্র স্থান আর তারা হলো খুনী ও সন্ত্রাসী। তাই তারা পবিত্র মসজিদে কোন কাজ করতে পারবে না। (৩) প্রতিটি জেলা থেকে যারা প্রশাসনের অনুমতি ছাড়া টঙ্গীর ময়দানে গিয়ে হামলা ও খুন করেছে তাদের সংখ্যা D.S.B,N.A.C, ও D.G.F..I. এর মাধ্যমে বাহির করে তাদের শাস্তির ব্যবস্থা করতে হবে। ( ৪) এবারের বিশ্ব ইজতেমা ওলামায়ে কেরামের তত্ত্বাবধানে একটিই হবে। আর কোন অবস্থাতেই মাওলানা সাদ সাবেক বাংলাদেশে আসতে পারবে না।এবং তাদের কোন ইজতেমা করতে দেওয়া যাবে না। ( ৫) টঙ্গী ময়দান এবং কাকরাইল মসজিদ উলামায়ে কেরামদের তত্ত্বাবধানে আছে ও থাকবে। কোন অবস্থাতেই সাদ’পন্হীর কোন সন্ত্রাসী আর কোনদিন টঙ্গী ময়দান এবং কাকরাইল মসজিদে প্রবেশ করতে পারবেনা। ( ৬) জামালপুর জেলা মডেল মসজিদসহ ৭ টি উপজেলার সাদ’পন্হীর কোন মার্কাজ অথবা কোন লোক মসজিদে বসে কোন আলোচনা বা সবগুজারী করতে পারবে না।করলে ফেতনা সৃষ্টি হবে। আর ফেতনা সৃষ্টি হলে এর দায়ভার সরকারকেই বহন করতে হইবে। (৭) উপরোল্লিখিত দাবিগুলি অতিসত্বর বাস্তবায়ন করার জন্য বর্তমান সরকারের প্রতি বিনয়ের সাথে আহবান জানাচ্ছি।

Please Share This Post in Your Social Media

দৈনিক ঢাকার কন্ঠ
© All rights reserved © 2012 ThemesBazar.Com
Design & Developed BY Hostitbd.Com