admin
- ২৩ ডিসেম্বর, ২০২৪ / ৬৯ Time View
নিউজ দৈনিক ঢাকার কন্ঠ
কাজি আরিফ হাসান: উত্তরা
গত ২৩ ডিসেম্বর (সোমবার) ২০২৪ ইং রাজধানীর উত্তরে দক্ষিণ খান থানাধীন কষাইবাড়ি রেলক্রসিং সংলগ্ন “আমির’স রেস্তোরাঁয় মহান বিজয় দিবসে উপলক্ষে আলোচনা সভায় “রাষ্ট্র গঠনে গণমাধ্যমের ভুমিকা” উপর অলোচনা অনুষ্ঠিত হয়।
এ আলোচনা সভা পবিত্র কোরআন থেকে তেলোয়াতে মধ্য দিয়ে শুরু হয়। কোরআন তেলওয়াত করেন মো: মিজান। আলোচনা সভায় অতিথিদের হিসেবে উপস্থিত ছিলেন আব্দুল ওহাব লিটন,বদরুল আলম মজুমদার(উত্তরা সেন্টাল প্রেসক্লাব),আলাউদ্দিন আল আজাদ(স্টাফ রিপোর্টা,বিজয় টিভি),জুয়েল আনান(সম্পাদক-এটিএম লাইফ স্টাইল.নেট,বিশেষ প্রতিনিধি,তারা নিউজ),আব্দুস সালাম শান্ত (যুগান্তর,গাজিপুর প্রতিনিধি),জাহাঙ্গীর কবির (উত্তরা প্রতিনিধি,দৈনিক ইত্তেফাক), ( জাহাঙ্গীর শিকদার সম্পাদক ও প্রকাশক দৈনিক ঢাকার কন্ঠ ) তানজীন মাহমুদ তনু (উত্তরা প্রতিনিধি, বার্তা বাজার), জুবায়ের আহমেদ (দপ্তর সম্পাদক,উত্তরা প্রেসক্লাব), মাহফুজুল আলম খোকন(সিটি রিপোর্টার,খোলা কাগজ), প্রমূখ। অতিথিদের মধ্যে জুবায়ের আহমেদ তার বক্তব্যে ২০২৪ সালের জুলাই-আগস্টে ছাত্র-জনতার গনঅভ্যুত্থানে স্বৈরাচার সরকারের বিষয়ে তুলে ধরে এবং সংবাদমাধ্যমের স্বাধীনতা সম্পর্কে তুলে ধরেন এবং সাংবাদিক পেশাকে ট্রাস্টি করা কথা ও সংবাদিকদের স্বাধীনতার কথাও তুলে ধরেন। “এখনই সময় এসেছে একটি দেশে রাষ্ট্র গঠনে গণমাধ্যমের ভুমিকা বহিঃ প্রকাশ ঘটানোর।
“বর্তমান ছাত্র-জনতার আন্দোলনে যে স্বৈরাচার বা ফ্যাসিবাদকে দেশ থেকে উৎখাত করেছেন সেই স্বৈরাচার সরকার সরকার যাতে ভবিষ্যতে পুনরাবৃত্তি হয় সে জন্য গণমাধ্যমকে অবশ্যই সোচ্চার থাকতে হবে”। তাঁরা আরও বলেন,গণমাধ্যম জাতির বিবেক,তাদের কাছ থেকে দেশও কিছু চায়। দেশের চলমান অবস্থা,অন্যায়,অপরাধ,দুর্নীতির সচিত্র সমাজের কাছে তুলে ধরার গণমাধ্যম গুরুত্বপূর্ণ অধ্যায়। অতিথিদের মধ্যে রুশ বাংলা ট্রাস্টের প্রতিষ্ঠাতা সভাপতি আব্দুল ওহাব লিটনের মন্তব্য,একটি দেশের গণমাধ্যমই পারে রাষ্ট্রে পারিপার্শ্বিক অবস্থার সম্পর্কে সত্য,বস্তু নিষ্ঠ সংবাদ পরিবেশন করে দেশের ভুল-ত্রুটি তুলে ধরে জাতির কাছে একটি সুন্দর দেশ গড়ার সহায়তা করতে। উক্ত আলোচনা সভার সার্বিক আয়োজক উত্তরা প্রেসক্লাব এবং আলোচনা সভায় সভাপতিত্ব করেন মো: রিপন মিয়া(সাবেক সহ-সভাপতি,উত্তরা প্রেক্লাব)।
আলোচনা সভায় দেশে বিভিন্ন প্রিন্ট মিডিয়া,ইলেকট্রনিক মিডিয়া ও অনলাইন পোর্টালের সংবাদ প্রতিনিধি ও সম্পাদক বৃন্দরাও উপস্থিত ছিলেন। আলোচনা সভা ১ টায় শুরু হয়ে মধ্যাহৃভোজের মধ্য দিয়ে সমাপনী হয়।