মঙ্গলবার, ০৭ জানুয়ারী ২০২৫, ০৬:৪১ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ
মাহফিল চলাকালে হঠাৎ গুলি, আহত ২ ঢাকা,দোহার নারিশা ইউনিয়ন এর উত্তর শিমুলিয়ার মিরাজ খালাসি বিএনপির বন্ড নেতা মঙ্গলবার লন্ডন যাচ্ছেন খালেদা, খুশি বিএনপিকে চিন্তায় রেখেছে ‘মাইনাস ফোর’ ব্রেনওয়াশের শঙ্কা, বিচার বিভাগের অফিসারদের ভারতে প্রশিক্ষণের কর্মসূচি বাতিল করল বাংলাদেশ ট্রাম্প-মোদীর বন্ধুত্বের খারাপ প্রভাব পড়তে পারে বাংলাদেশ-আমেরিকা সম্পর্কে, আশঙ্কা- ডক্টর ইউনুসের নিউইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলা ২০২৫ এর আহ্বায়ক নির্বাচিত হলেন সাংবাদিক রোকেয়া হায়দার নিউইর্য়ক সিটি কাউন্সিল প্রাইমারি নির্বাচনে লড়তে শাহ শহীদুল হক সাঈদের ফান্ড রেইজিং ৭ জানুয়ারি মার্চে ট্রাম্প-পুতিনের সাক্ষাৎ  কুলিয়ারচরে তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত সোহেল জাজকে জন্মদিনে আংটি পরালেন ‘আয়রন গার্ল’ শিমু

মহান বিজয় দিবসে উপলক্ষে উত্তরা আলোচনা সভা     “রাষ্ট্র গঠনে গণমাধ্যমের ভুমিকা”

নিউজ দৈনিক ঢাকার কন্ঠ 

কাজি আরিফ হাসান: উত্তরা 
গত ২৩ ডিসেম্বর (সোমবার)  ২০২৪ ইং রাজধানীর উত্তরে দক্ষিণ খান থানাধীন কষাইবাড়ি রেলক্রসিং সংলগ্ন “আমির’স রেস্তোরাঁয় মহান বিজয় দিবসে উপলক্ষে আলোচনা সভায় “রাষ্ট্র গঠনে গণমাধ্যমের ভুমিকা” উপর অলোচনা অনুষ্ঠিত হয়।
এ আলোচনা সভা পবিত্র কোরআন থেকে তেলোয়াতে মধ্য দিয়ে শুরু হয়। কোরআন তেলওয়াত করেন মো: মিজান। আলোচনা সভায় অতিথিদের হিসেবে উপস্থিত ছিলেন আব্দুল ওহাব লিটন,বদরুল আলম মজুমদার(উত্তরা সেন্টাল প্রেসক্লাব),আলাউদ্দিন আল আজাদ(স্টাফ রিপোর্টা,বিজয় টিভি),জুয়েল আনান(সম্পাদক-এটিএম লাইফ স্টাইল.নেট,বিশেষ প্রতিনিধি,তারা নিউজ),আব্দুস সালাম শান্ত (যুগান্তর,গাজিপুর প্রতিনিধি),জাহাঙ্গীর কবির (উত্তরা প্রতিনিধি,দৈনিক ইত্তেফাক), ( জাহাঙ্গীর শিকদার সম্পাদক ও প্রকাশক দৈনিক ঢাকার কন্ঠ ) তানজীন মাহমুদ তনু (উত্তরা প্রতিনিধি, বার্তা বাজার), জুবায়ের আহমেদ (দপ্তর সম্পাদক,উত্তরা প্রেসক্লাব), মাহফুজুল আলম খোকন(সিটি রিপোর্টার,খোলা কাগজ), প্রমূখ। অতিথিদের মধ্যে জুবায়ের আহমেদ তার বক্তব্যে ২০২৪ সালের জুলাই-আগস্টে ছাত্র-জনতার গনঅভ্যুত্থানে স্বৈরাচার সরকারের বিষয়ে তুলে ধরে এবং সংবাদমাধ্যমের স্বাধীনতা সম্পর্কে তুলে ধরেন এবং সাংবাদিক পেশাকে ট্রাস্টি করা কথা ও সংবাদিকদের স্বাধীনতার কথাও তুলে ধরেন। “এখনই সময় এসেছে একটি দেশে রাষ্ট্র গঠনে গণমাধ্যমের ভুমিকা বহিঃ প্রকাশ ঘটানোর।
“বর্তমান ছাত্র-জনতার আন্দোলনে যে স্বৈরাচার বা ফ্যাসিবাদকে দেশ থেকে উৎখাত করেছেন সেই স্বৈরাচার সরকার সরকার যাতে ভবিষ্যতে পুনরাবৃত্তি হয় সে জন্য গণমাধ্যমকে অবশ্যই সোচ্চার থাকতে হবে”। তাঁরা আরও বলেন,গণমাধ্যম জাতির বিবেক,তাদের কাছ থেকে দেশও কিছু চায়। দেশের চলমান অবস্থা,অন্যায়,অপরাধ,দুর্নীতির সচিত্র সমাজের কাছে তুলে ধরার গণমাধ্যম গুরুত্বপূর্ণ অধ্যায়। অতিথিদের মধ্যে রুশ বাংলা ট্রাস্টের প্রতিষ্ঠাতা সভাপতি আব্দুল ওহাব লিটনের মন্তব্য,একটি দেশের গণমাধ্যমই পারে রাষ্ট্রে পারিপার্শ্বিক অবস্থার সম্পর্কে সত্য,বস্তু নিষ্ঠ সংবাদ পরিবেশন করে দেশের ভুল-ত্রুটি তুলে ধরে জাতির কাছে একটি সুন্দর দেশ গড়ার সহায়তা করতে। উক্ত আলোচনা সভার সার্বিক আয়োজক উত্তরা প্রেসক্লাব এবং আলোচনা সভায় সভাপতিত্ব করেন মো: রিপন মিয়া(সাবেক সহ-সভাপতি,উত্তরা প্রেক্লাব)।
আলোচনা সভায় দেশে বিভিন্ন প্রিন্ট মিডিয়া,ইলেকট্রনিক মিডিয়া ও অনলাইন পোর্টালের সংবাদ প্রতিনিধি ও সম্পাদক বৃন্দরাও উপস্থিত ছিলেন। আলোচনা সভা ১ টায় শুরু হয়ে মধ্যাহৃভোজের মধ্য দিয়ে সমাপনী হয়।

Please Share This Post in Your Social Media

দৈনিক ঢাকার কন্ঠ
© All rights reserved © 2012 ThemesBazar.Com
Design & Developed BY Hostitbd.Com