মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ০৭:০৪ অপরাহ্ন
মো.হাসমত উল্লাহ,লালমনিরহাট।।
লালমনিরহাটে গোয়েন্দা শাখা বিশেষ অভিযান চালিয়ে মাদকদ্রব্য ফেন্সিডিলসহ ১জন মাদক ব্যবসায়ি কে গ্রেফতার করেন।
জেলার সুযোগ্য পুলিশ সুপার মোঃ তরিকুল ইসলাম, মহোদয়ের সার্বিক দিক নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ ফিরোজ হোসেন, এর নেতৃত্বে এসআই অমিতাভ রায়, ও সঙ্গীয় ফোর্স সহ জেলার কালিগঞ্জ থানাধীন ৫নং চন্দ্রপুর ইউনিয়ন ৭নং খামারভাতি মৌজার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার। গ্রেফতারকৃত আসামীর দেখানো মতে আসামির বাড়ির ভিতর টিউবওয়েল এর পশ্চিম পাশে রান্নাঘরের কোনায় মাটির নিচে গর্তের মধ্যে হইতে ৫২ বোতল ফেনসিডিল উদ্ধার করেন গোয়েন্দা শাখার পুলিশ।
গ্রেফতারকৃত আসামী হলেন নূর হক (৪৫),লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার চন্দ্রপুর ইউনিয়নের খামারভাতি গ্রামের আব্দুর রশিদকের ছেলে।এ বিষয়ে কালিগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়। জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ, ফিরোজ হোসেন, পিপিএম জানান গোপন সংবাদের ভিত্তিতে কালীগঞ্জ থানাধীন ৫নং চন্দ্রপুর ইউনিয়ন ৭নং খামারভাতি মৌজায় বিশেষ অভিযান চালিয়ে ৫২ বোতল ফেনসিডিলসহ এক জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেন গোয়েন্দা শাখার পুলিশ।