শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪, ০৩:০৪ পূর্বাহ্ন
পাবনা প্রতিনিধি
২৫ ডিসেম্বর ২০২৪ খৃষ্টা: পাবনায় ভরা মৌসুমে পেঁয়াজ আমদানি বন্ধ ও ন্যায্যমূল্যের দাবিতে বিক্ষোভ করেছেন কৃষকরা
পেঁয়াজের কেজি ৩০ টাকা, সড়ক অবরোধ করে কৃষকদের বিক্ষোভ
পাবনায় ভরা মৌসুমে পেঁয়াজ আমদানি বন্ধ ও ন্যায্যমূল্যের দাবিতে বিক্ষোভ করেছেন কৃষকরা
পাবনায় ভরা মৌসুমে পেঁয়াজ আমদানি বন্ধ ও ন্যায্যমূল্যের দাবিতে বিক্ষোভ করেছেন কৃষকরা। বুধবার বিকালে জেলার সর্বোচ্চ পেঁয়াজ উৎপাদন এলাকা সুজানগর উপজেলার কৃষকরা পাবনা-সুজানগর সড়ক অবরোধ করে এ কর্মসূচি পালন করেন। এ সময় কৃষকরা জানিয়েছেন, ৩০ টাকায় পেঁয়াজ বিক্রি করতে হচ্ছে তাদের।
স্থানীয় সূত্রে জানা গেছে, বিকাল সাড়ে ৪টার দিকে উপজেলার বিভিন্ন এলাকা থেকে কৃষকরা এসে উপজেলা সদরে জমায়েত হন। এরপর পাবনা-সুজানগর সড়কে কিছু পেঁয়াজ ছিটিয়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ করতে থাকেন। এতে সড়কটিতে কিছুক্ষণের জন্য যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। ঘণ্টাখানেক বিক্ষোভ শেষে বাড়ি ফিরে যান কৃষকরা।