শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪, ০৩:৩৮ পূর্বাহ্ন
ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দর বৃহস্পতিবার ২৬ ডিসোনা ২০২৪ খৃষ্টা: চোরাচালানে বিভিন্ন এয়ারলাইন্সের উড়োজাহাজে কর্মরতদের জড়িত থাকার বিষয়ে এক রকমের নিশ্চিতই ছিলেন শুল্ক গোয়েন্দারা। কারণ বিমানের যেসব স্থান থেকে একের পর এক সোনা উদ্ধার হচ্ছিল, সাধারণ কোনো যাত্রীর পক্ষে সেখানে সোনা রাখা সম্ভব না। আবার বিমানের লোকজনকে স্বাভাবিকভাবে জিজ্ঞাসাবাদ করা সম্ভব না। তাই বিষয়টি সকল বিমান কোম্পানিকে চিঠি দিয়ে অবহিত করা হয়েছিল।
কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক সৈয়দ মুসফিকুর রহমান গত ১১ নভেম্বর চিঠিটি পাঠান। এ ঘটনার প্রায় দেড় মাস পর আজ (বৃহস্পতিবার) চট্টগ্রামে বিমানের বিজি-১৪৮ ফ্লাইটের ৯জে সিটের নিচ থেকে ২০টি সোনার বার উদ্ধার করা হয়। ফ্লাইটটি সংযুক্ত আরব আমিরাতের দুবাই থেকে উড়াল দিয়ে চট্টগ্রাম পৌঁছায়। সকাল ৯টা ২৫ মিনিটে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা চট্টগ্রাম বিমানবন্দর টিম, বিমানবন্দর নিরাপত্তা শাখা এবং শুল্ক গোয়েন্দা বিমানটিতে যৌথ অভিযান চালায়।