মঙ্গলবার, ০৭ জানুয়ারী ২০২৫, ০২:৪৮ পূর্বাহ্ন
কাজি আরিফ হাসান:
ঢাকা উত্তরা আজমপুরে ফার্নিচার দোকানে আগুন,পুডে গেছে ২ টি দোকান
রাজধানীতে উত্তরা আজ আজমপুরে ফার্নিচার দোকানে আগুনে পুড়ে ছাই। তারিখ ০৩ জানুয়ারি(শুক্রবার) মধ্য রাতে আনুমানিক দেড়টার দিকে শাহকবির রোডে ফার্নিচার মার্কেটে আগুন লাগে। এ তথ্য পেয়ে ফায়ার সার্ভিসের বাহিনি পৌনে ২ এসে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে ১২ টি দোকানের মধ্য ২ ফার্নিচারে দোকান পুড়ে ছাই হয়ে গেছে।
এলাকায় স্থানীয়রা জানান,এই মার্কেটে সেনেটারি দোকানে অনেক ক্ষতি হয়েছে,অনেকে আবার আগুনের কারন সম্পর্কে সংবাদমাধ্যম জানতে চাইলে তারা জানান,হয়তো পূর্ব শত্রুতার জেরে এ আগুন লাগানো হয়ে। এ ঘটনার বিষয়ে ফায়ার সার্ভিসের মো: আলম হোসেন(সিনিয়র স্টেশন অফিসার,উত্তরা ফায়ার স্টেশন) বলেন,আগুন ছড়িয়ে গেছে,আমরা আগুন নিয়ন্ত্রণে এনেছি,তবে আগুনে কারান এই মুহুর্তে বলা যাচ্ছে না তবে তদন্ত করে বলা যাবে কিভাবে আগুনের সূত্রপাত।