রবিবার, ০৫ জানুয়ারী ২০২৫, ০৩:১৬ অপরাহ্ন
যিনারা রাজনীতি করে নিজ জন্মভূমির এবং জনগণের সেবা করার অভিপ্রায় রাখতে চান, তিনাদেরকে প্রয়াত জননেতা সৈয়দ আশরাফুল ইসলাম-এঁর আদর্শিক জীবনাদর্শ গভীরভাবে অনুসরণ করা দরকার। তিনার মতো একজন আদর্শিক জাতীয় নেতা যেকোনো পর্যায়ের সন্মানিত রাজনীতিকদের জন্য একজন পরিশুদ্ধ আদর্শের নাম।
আমি শ্রদ্ধেয় প্রয়াত জননেতার রাজনৈতিক আদর্শের প্রতি গভীরভাবে শ্রদ্ধাপূর্ণ স্যালুট নিবেদন করি। পরম করুণাময় সৃষ্টিকর্তা যেনো তিনার মহান পরমাত্মাকে চিরশান্তিতে রাখেন এবং বেহেস্তের সম্মানিত আসনে আসীন করে রাখেন, শহীদ জাতীয় চারনেতার অন্যতম শহীদ সৈয়দ নজরুল ইসলাম-এঁর সুযোগ্য সন্তান প্রয়াত জাতীয় নেতা সৈয়দ আশরাফুল ইসলাম-এঁর ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকীতে সেই প্রার্থনা নিবেদন করি।