সোমবার, ০৬ জানুয়ারী ২০২৫, ০৫:৩৮ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ
রামপালে শীতার্তদের হাতে উপহারের কম্বল তুলে দিলেন কৃষিবিদ শামীম  ‎ বোদা পৌর আওয়ামী লীগের নগরকুমারী পুঞ্জিতে দুর্বৃত্তরা আগুন খ‍্যাতিমান চিত্রনায়িকা অঞ্জনার প্রয়ানে প্রবাসীদের শোক  বাংলাদেশ ছাত্রলীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে যুক্তরাষ্ট্র ছাত্রলীগের অনুষ্ঠানে শেখ হাসিনা ভার্চুয়ালি ভাষণ দিবেন  ঢাকা উত্তরা আজমপুরে ফার্নিচার দোকানে আগুন,পুডে গেছে ২ টি দোকান ৩৫তম বিসিএস প্রশাসন ক্যাডার অ্যাসোসিয়েশনের নতুন সভাপতি আবুবকর ও সাধারণ সম্পাদক তুহিন বিনম্র শ্রদ্ধায় স্মরণ..….. নোয়াখালীতে অবৈধভাবে কৃষি জমির মাটি কাটায় অভিযোগ ৫০ হাজার টাকা জরিমানা বিএফআইইউ’র সাবেক প্রধান কর্মকর্তা মাসুদ বিশ্বাসের বিরুদ্ধে দুদকের মামলা রাজধানীতে ভুয়া মালিক সাজিয়ে প্লট বিক্রি, রাজউকের কর্মীর সংশ্লিষ্টতা পেয়েছে দুদক

খ‍্যাতিমান চিত্রনায়িকা অঞ্জনার প্রয়ানে প্রবাসীদের শোক 

নিউজ দৈনিক ঢাকার কন্ঠ 

হাকিকুল ইসলাম খোকন,

খ্যাতিমান চিত্রনায়িকা অঞ্জনা প্রয়ান হলো শুক্রবার দিবাগত রাত শনিবার,৪ জানুয়ারি ২০২৫ ইং সময় ১টা ৩৫ মিনিটে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে মৃত্যুবরণ করেন তিনি (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।

শনিবার (৪ জানুয়ারি) সকাল ১১টায় বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে (এফডিসি) তার জানাজা অনুষ্ঠিত হয়েছে ।

জানা গেছে, গত বছরের ডিসেম্বর থেকেই জ্বরে আক্রান্ত হন তিনি। পরবর্তীতে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় তাকে। চিকিৎসকের পরামর্শে চেকআপের পরে তার রক্তে ইনফেকশন ধরা পড়ে। এক সপ্তাহের বেশি সময় চিকিৎসা নিলেও কোনো উন্নতি হয়নি অঞ্জনার। পরে বুধবার (০১ জানুয়ারি) তাকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভর্তি করা হয়। সেখানে অঞ্জনাকে লাইফ সাপোর্টে রাখা হয়।

একজন নৃত্যশিল্পী হিসেবে ব্যাপক খ্যাতি অর্জন করেন অঞ্জনা। চিত্রনায়ক ও প্রযোজক সোহেল রানার হাত ধরে সিনেমায় পা রাখেন তিনি। অঞ্জনার অভিনয় জীবন শুরু হয় ১৯৭৬ সালে বাবুল চৌধুরী পরিচালিত ‘সেতু’ চলচ্চিত্রের মাধ্যমে। তবে তার মুক্তিপ্রাপ্ত প্রথম চলচ্চিত্র শামসুদ্দিন টগর পরিচালিত ‘দস্যু বনহুর’। রহস্যভিত্তিক এ ছবিতে তার বিপরীতে ছিলেন সোহেল রানা।

ক্যারিয়ারে তিন শতাধিক সিনেমায় অভিনয় করেছেন অঞ্জনা। ‘পরিণীতা’ ও ‘গাঙচিল’-এ অভিনয়ের জন্য দুবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারও পেয়েছেন তিনি। যৌথ প্রযোজনার সিনেমায় অভিনয় করেও সুনাম অর্জন করেন এ অভিনেত্রী।তার প্রয়ানে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন এক যৌথ বিবৃতিতে প্রবাসী নেতৃবৃন্দের মাঝে

ড.নুরান নবী,এম এ সালাম,ড.প্রদীপ রন্ধন কর,হাজী শফিকুল আলম,ড.বামন দাস বসু,সিনিয়র সাংবাদিক হাকিকুল ইসলাম খোকন,রমেস চন্দ‍্য নাথ,এম ফজলুর রহমান,আখতার হোসেন, সৈয়দ বসারত আলী, মাহবুবুর রহমান, ডা. মোহাম্মদ আলী মানিক ,নিজাম চৌধুরী,আইরিন পারভীন,মাহবুবুর রহমান মিলন,ওসমান গনি,বিশ্বজিত সাহা,সুহাস বড়ুয়া হাসু,সাংবাদিক হেলাল মাহমুদ,দেওয়ান বজলুর রহমান, এ্যাডভোকেট শাহ মো: বখতিয়ার আলী, কৃষিবিদ আশরাফুজ্জামান, জালাল উদ্দিন রুমী, জাহাঙ্গীর হোসেন, প্রকৌ: মোহাম্মদ আলী সিদ্দিকী, ড. আরেফ চৌধুরী রুবেল, নূর আলম চৌধুরী, শিরিন আক্তার দীবা, মুজাহিদুল ইসলাম, মাহবুবুর রহমান টুকু,এম এ করিম জাহাঙ্গীর, ফরিদ আলম,শহীদ হাসান, ডা. আব্দুল বাতেন, মহিউদ্দিন দেওয়ান, আব্দুল হাসিব মামুন, আব্দুর রহিম বাদশাহ, চন্দন দত্ত, মিসবাহ আহমমেদ,এ্যাডভোকেট আব্দুর রহমান মামুন, জাকারিয়া চৌধুরী,কাজী কয়েস আহমেদ, আবুল মনসুর খাঁন, ডেনী চৌধুরী, হিন্দাল কাদির বাপ্পা, ওহিদুর রহমান মুক্তা,শরাফ সরকার, মুজিবুল মাওলা, মোস্তফা কামাল পাশা,আজিজুর রহমান সাবু, আসাফ মাসূক,আতাউল গণি আসাদ, আলী হোসেন গজনবী, সামসূল আবেদীন,আকতার আহমেদ চৌধুরী,কামাল উদ্দিন,আমীনূল ইসলাম কলিন্স, রেজাউল করিম চৌধুরী, নূর নবী চৌধুরী, শাহান চৌধুরী,হারুন আহমেদ, রফিকুল ইসলাম পাটোয়ারী,আলাউদ্দিন জাহাঙ্গীর, মীর নিজামুল হক,মইনুল হোসেন,নূরুল আফসার সেন্টু, নুরুল আমিন কোতোয়াল,নূরে আলম চৌধুরী,শামীমা তরফদার সূইটি, খোরশেদ খন্দকার,গাজী মো: আলী লিটু, আজহারুল ইসলাম লিটন, ইকবাল কবির, আব্দুল হামিদ,মোহাম্মদ মহসিন রিপন, রফিকুল ইসলাম খাঁজা, “

৬৫। কায়কোবাদ খাঁন, সূজন আহমেদ সাজু,এম আনোয়ার, হোসেন সোহেল রানা, কাজী আজিজুল হক খোকন, জুয়েল আহমেদ, এম এ আলম বিপ্লব,মো: তৌহিদ রুহেল চৌধুরী,আবুল কাশেম, টিটু রহমান, আনোয়ার হোসেন,কবি এবিএম সালেহঊদদীন মো:নাসির, বীর মুক্তিযোধা আব্দুল মুকিত চেীধুরী ,বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা খান মিরাজ,বীরমুক্তিযোদ্ধা শওকত আকবার রিচি,বীর মুক্তিযোদ্ধা ইসমাইল খান আনসারি,বীর মুক্তিযোদ্ধা খুরশিদ আনোয়ার বাবলু , বীর মুক্তিযোদ্ধা ফারুক হোসাইন, মুক্তিযোদ্ধা মকবুল হোসেন তালুকদার, বীর মুক্তিযোদ্ধা ম মিজানুর রহমান চৌধুরী বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম সরকার, বীর মুক্তিযোদ্ধা জুয়েল মোহাম্মদ জামাল , বীর মুক্তিযোদ্ধা মুন্সি বশির উদ্দিন ,আক্তার হোসেন, জামাল হোসেন, শাহিদুল ইসলাম,ইলিয়ার রহমান,সুবল দেবনাথ, বীর মুক্তিযোদ্ধা জালালউদ্দিন জলিল, বীর মুক্তিযোদ্ধা জাকির হোসেন হিরু ভূইয়া,আশরাফ উদ্দিন , মোল্লা মাসুদ, ইঞ্জি:মিজানুল হাসান, দেলোয়ার মোল্লা, টি মোল্লা, উৎফত মোল্লা, সিবুল মিয়া, নাদের আলী মাষ্টার,রহিমুজ্জামান সুমন, রিণ্টু লাল দাস, ফরিদা আরভি, আতাউর রহমান তালুকদার, হেলেমউদ্দিন, ইফজাল চৌধূরী, জামাল বস্ক, আলীমউদ্দিন, শারমিন তালুকদার, রাহিমুল হুদা, রুমানা আখতার ,ইঞ্জি: হাসান,মনজুর চৌধূরী,শেখ জামাল হোসেন, মো:মাঈনুদ্দিন, মিজানুর চৌধূর,হুমায়ন আহমেদ চৌধুরী,আরিফুর রহমান আরিফ,ফজলুল কদের চৌধুরী আদর, কামাল হোসেন মিঠু,দেলওয়ার মানিক,জাহাংগীর কবির,গোলাম ফারুক,তারেকুল হায়দার চৌধুরী,মোঃনাজের,নাজিম উদ্দিন,নবী চৌধুরী,শাহজাহান চৌধুরী,এরশাদ ওয়ারেস,মোঃফুরকান.মাসুদ সিরাজী,মহিউদ্দিন খোকন,ইয়াসমিন ফাত্তাহ ঝরনা ও রুমো চৌধুরী ,হাজী আনোয়ার হোসেন প্রমুখ সহসপ্রবাসের বিভিন্ন শ্রেণীপেশার গন মানুষ ।

Please Share This Post in Your Social Media

দৈনিক ঢাকার কন্ঠ
© All rights reserved © 2012 ThemesBazar.Com
Design & Developed BY Hostitbd.Com