৫ অগাস্ট গণ অভ্যুত্থানের আগের দিন বাংলাদেশের উত্তর প্রান্তের অবস্থিত সিরাজগঞ্জ জেলার এনায়েতপুর থানার ঘটনাটি ছিল হাড় হিম করা সন্ত্রাসের দৃষ্টান্ত। হামলাকারীরা থানা ঘিরে ফেললে পুলিশ কর্মীরা আত্মসমর্পণের প্রস্তাব দেন।
ওয়াল ব্যুরো: প্রকাশ্য সভায় বুক ফুলিয়ে নেতা দাবি করছেন, গণ অভ্যুত্থানের সময় এনায়েতপুর থানায় ঢুকে ১৩ পুলিশ কর্মীকে কীভাবে খুন করেছেন। নেতার দাবি, বাংলাদেশ পুলিশের মেরুদণ্ড ভেঙে দেওয়াই ছিল ওই হামলার উদ্দেশ্য।
বিএনপির সিরাজগঞ্জ জেলার সাধারণ সম্পাদক সাইদুর রহমানের এমন বক্তব্যের ভিডিও ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমে। ফলে অস্বস্তি বেড়েছে দলের। খালেদা জিয়ার দলের নেতারা এখনও পর্যন্ত প্রতিক্রিয়া দেননি। বিষয়টি নিয়ে খোঁজখবর করা হচ্ছে বলে প্রতিক্রিয়া এড়িয়ে যাচ্ছেন তারা। অন্যদিকে, অসন্তোষ বাড়ছে পুলিশে।
দুদিন আগেই চট্টগ্রামে এক সাবেক ওসিকে বিএনপির নেতা কর্মীরা বেধড়ক মারধর করে। বাংলাদেশ সিআইডি-তে কর্মরত ওই পুলিশ অফিসার শেখ হাসিনার জমানায় বিরোধীদের নিপীড়ন, নির্যাতন করতেন বলে বিএনপির অভিযোগ।
৫ অগাস্ট গণ অভ্যুত্থানের আগের দিন বাংলাদেশের উত্তর প্রান্তের অবস্থিত সিরাজগঞ্জ জেলার এনায়েতপুর থানার ঘটনাটি ছিল হাড় হিম করা সন্ত্রাসের দৃষ্টান্ত। হামলাকারীরা থানা ঘিরে ফেললে পুলিশ কর্মীরা আত্মসমর্পণের প্রস্তাব দেন। কিন্তু তাঁদের আর্জি শোনা হয়নি। থানায় ঢুকে পিটিয়ে, কুপিয়ে ১৩ পুলিশ কর্মীকে হত্যার পর দেহগুলি গাছে ঝুলিয়ে দেওয়া হয়। ভয়ে পুলিশ সদর থেকে পুলিশ কর্মীরা সহকর্মীদের বাঁচাতে যায়নি।