রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০৮:১৭ পূর্বাহ্ন
এম সাজেদুল ইসলাম(সাগর) নবাবগঞ্জ, দিনাজপুর:
দিনাজপুরের নবাবগঞ্জেতাং -৩১-১-২৩ইং অবৈধ ভাবে গড়ে উঠা ইট ভাটায় অভিযান চালিয়েছে জেলা পরিবেশ অধিদপ্তর।
অভিযানে একলক্ষ টাকা করে ৩টি ইট ভাটায় মোট তিন লক্ষ টাকা জরিমানা আদায় করা হয়।
ইটভাটা গুলো হলো- গোলাপগঞ্জ ইউনিয়নের হরিপুর গ্রামের খালেদ জুবায়ের রতনের এম,এম,এ ব্রিক্স, বিনোদ নগর ইউনিয়নের রামভদ্র পুর গ্রামের মোঃ মোজাম্মেল হক মিঠুর টিএইচএম ব্রিক্স ও একই ইউনিয়নের চকদলু গ্রামের মিনহাজুল ইসলামের এম এম ব্রিক্স।
মঙ্গলবার বেল ১১ থেকে বেলা ২ টা পর্যন্ত ঐ তিন ইটভাটায় অভিযান পরিচালনা করে পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক এ,কে,এম ছামিউল আলম কুরসি।
ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইন ২০১৩ এর ৬ ধারা অনুযায়ী জ্বালানি হিসাবে কাঠ পোড়ায় এ জরিমানা করা হয়।
ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এম এম আশিক রেজা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সহকারী কমিশনার ভৃমি মোঃ কামরুজ্জামান সরকার।