সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০৮:২২ অপরাহ্ন
মো ইফাজ খাঁ মাধবপুর হবিগঞ্জ জেলা প্রতিনিধি
হবিগঞ্জ শহরের তিনকোনা পুকুর পাড়ে ঘাটলা নির্মাণ কাজ উদ্বোধন করেছেন পৌরসভার মেয়র আতাউর রহমান সেলিম। গতকাল রবিবার বিকেলে তিনি নির্মাণাধীন ওই ঘাটলার ঢালাই কাজের উদ্বোধন করেন। সম্প্রতি হবিগঞ্জ পৌর পরিষদের এক সভার সিদ্ধান্ত অনুযায়ী তিনকোনা পুকুরপাড়ে ঘাটলা ও ওয়াকওয়ে নির্মাণের কাজ হাতে নেয়া হয়। মেয়র আতাউর রহমান সেলিম বলেন, তিনকোনা পুকুরপাড়ের পরিবেশকে আরো সুন্দর ও দৃষ্টিনন্দন করে গড়ে তুলতে এ উদ্যোগ নেয়া হয়েছে। তিনি বলেন, হবিগঞ্জ পৌরএলাকায় শিশুদের সাতাঁর শেখাতে উপযুক্ত স্থানের অভাবে অভিভাকদের সমস্যায় পড়তে হয়। শিশুদের উপযুক্ত পরিবেশে সাঁতার শেখানোর স্বার্থে, পৌরবাসীর প্রয়োজনে ঘাটলা ব্যবহার করার স্বার্থে এবং পুরো পরিবেশকে দৃষ্টিনন্দন করতে পৌরসভার নিজস্ব তহবিল হতে এ উদ্যোগ নেয়া হয়েছে। হবিগঞ্জ পৌরসভার প্রকৌশল বিভাগ জানায়, হবিগঞ্জ পৌরসভার নিজস্ব তহবিল হতে প্রায় ৪০ লক্ষ টাকা ব্যয়ে ঘাটলা, ওয়াকওয়ে, ড্রেসিং রুম ও টয়লেট নির্মাণকাজ বাস্তবায়ন করা হবে। ঘাটলার ঢালাই কাজ উদ্বোধনকালে আরো উপস্থিত ছিলেন ৭ নং ওয়ার্ডের কাউন্সিলর শাহ সালাউদ্দিন আহাম্মদ টিটুসহ এলাকাবাসী