সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০৯:১০ পূর্বাহ্ন
শোয়েব হোসেন —
রাজধানীর দক্ষিণখান থানাধীন কষাইবাজার এলাকায় ৮ই এপ্রিল শনিবার “আব্দুল জব্বার নাঈমা ফাউন্ডেশনের এর সৌজন্যে
” ফ্রী চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।এ ফ্রী চক্ষু চিকিৎসা ও ছানি বাছাইয়ে চিকিৎসার প্রতিপাদ্য বিষয় ছিলো এলাকার অসহায় ও দরিদ্রদের ফ্রী চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই। প্রিমিয়ার আই হসপিটাল ও প্রিমিয়ার মেডিকেল ডায়াগনস্টিক সেন্টারের উদ্যোগে উক্ত কর্মসূচিতে উপস্থিত ছিলেন আ.জব্বার নাঈমা ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হাজী আ:জব্বার,ওসমান গনি(সদস্য),মো:শহিদুল্লাহ(সদস্য),মো:হুমায়ন আহমেদ(সদস্য)সহ ও অন্যান্য ব্যক্তিরা।
উক্ত চক্ষু পরীক্ষা ও ছানি বাছাই কার্যক্রমে ক্যাম্পেই পরীক্ষা করে উদ্বোধন করেন আশরাফ আলি খন্দকার(ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা)। উক্ত ফ্রী ক্যাম্পেইনে চিকিৎসক হিসেবে ছিলেন ডা:জেসমিন খাতুন(চক্ষু বিশেষজ্ঞ)।
উক্ত ফ্রী চক্ষু চিকিৎসার পাশাপাশি চোখের ছানি কি? ছানি পড়ার লক্ষণ সমুহ, ছানি রোগ কেনো হয় সে সম্পর্কে রোগীদের পরামর্শ দেয়া হয়। ফ্রী চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্পেইন সকাল সাড়ে ১০ টায় আঃজব্বার নাঈমা টাওয়ারে(মোল্লারটেক,দক্ষিণখান) শুরু হয়ে বিরতিহীন ভাবে বেলা ১টায় ফ্রী রোগী দেখার কার্যক্রম সমাপ্তি হয়।