শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০৯:১৭ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ
তুরাগের বউবাজারে ফুডকোর্ট মার্কেট উচ্ছেদের প্রতিবাদে ব্যবসায়ীদের প্রতিবাদ ও মানববন্ধন কর্মসূচি পালিত  ক্যান্টনমেন্ট থানা পুলিশ কর্তৃক ছয়টি হ্যান্ড গ্রেনেড, ম্যাগাজিন ও বিপুল পরিমাণ গুলি উদ্ধার; ভাসানী ফাউন্ডেশন নিউইয়র্কের আলোচনা সভায় বক্তারা মওলানা ছিলেন রাজনীতিকদের আইকনিক নেতা  তিন শূন্যের ধারণার ওপর ভিত্তি করে পৃথিবী গড়ার আহ্বান প্রধান উপদেষ্টার তুরাগের বউবাজার মার্কেট উচেছদের প্রতিবাদে মানববন্ধন ট্রাম্পের সঙ্গে ‘দ্বন্দ্ব’ মিটিয়ে ফেলতে পারবেন ড. ইউনূস সেনাবাহিনী কত দিন মাঠে থাকবে’ সরকারই সিদ্ধান্ত নেবে  প্যারিস-বাংলা প্রেসক্লাব ফ্রান্স’র কার্যকরি কমিটি (২০২৪-২০২৬)গঠন ১০ নভেম্বর ২০২৪ শহীদ নুর হোসেন গনতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামের মহানায়ক : ডা. ইরান রাজধানী,তুরাগে ছেলের হাতে মা খুন

মেডিকা সুপার স্পেশালিটি হসপিটালের মেডিকেল টিম,, সফলভাবে সম্পূর্ণ করল,, ২৪ বছর বয়সী অন্তঃসত্ত্বা মহিলার দুটি অস্ত্রোপচারে করে

নিউজ দৈনিক ঢাকার কন্ঠ 

রিপোর্টার ,শম্পা দাস ও সমরেশ রায়, কলকাতা

আজ মেডিকা সুপার স্পেশালিটি হসপিটাল এর প্রেক্ষাগৃহে, একটি সাংবাদিক বৈঠকের মধ্য দিয়ে তাদের সফলতার কথা তুলে ধরেন। এবং বলেন মেডিকা হসপিটাল বেশ কিছু কাজে সফল পেরেছে। আবারও একটি সফলতা প্রমাণ করে দিল। এবং কৃতজ্ঞ ডাক্তারদের প্রচেষ্টা।

আজ ২৭শে সেপ্টেম্বর দুপুর তিনটে, মুকুন্দপুর মেডিকা সুপার স্পেশালিটি হসপিটাল এর প্রেক্ষাগৃহে, ১১ই সেপ্টেম্বর ২০২৩, চিকিৎসা জগতে একটি অসাধ্য সাধন হল, পূর্ব ভারতের সবচেয়ে বড় বেসরকারি হসপিটালে,।

বিহারের সমস্তিপুরের ২৪ বছরের বয়সী ববিতা দেবীর লোয়ার সেপমেন্ট মিজারিয়ান সেকশন ব্রেন টিউমার সফলভাবে বাদ দেওয়া হয়েছে। এই জটিল পদ্ধতির সম্পন্ন করেন একটি বিশেষজ্ঞ টিম, যার মধ্যে ছিলেন ডঃ এলএন ত্রিপাঠি, ডিরেক্টর মেডিকা ইনস্টিটিউট অফ নিউরোলজিক‍্যাল ডি জি জ, এছাড়া ছিলেন ডক্টর সুনন্দন বসু সিনিয়র কনসাল টেস্ট নিউরো সার্জেন মেডিকা সুপার স্পেশালিস্ট হসপিটাল, এনাথেটিস্ট ডক্টর অমিয় মিত্র এবং ডক্টর উপাসনা সরকার, ডক্টর নিকোলা জুডিব , এমডি বিভাগীয় প্রধান পেডিয়াটিস এবং নিউরোলোজি মেডিকা সুপার স্পেশালিস্ট হসপিটাল ,

ডাক্তারদের পরামর্শে এবং ২৪ বছর বয়সী ববিতা দেবী, যাকে আগস্ট মাসে ভর্তি করা হয়েছিল, এইমস পাটনাতে তার একটি অস্ত্রোপচার সম্পূর্ণ হয়। ডাক্তাররা যাকে রিলিজ করে দেন এবং বলেন যে দরকারে তার ব্রেন টিউমার পরে দেখা হবে।,

ডক্টর সুনন্দন বসু যখন তার শারীরিক পরিস্থিতি পর্যালোচনা করেন কলকাতা মানিকতলা ই এস আই তে, তখন দেখা যায় যে তার শারীরিক অবস্থা ভালো নয় যেহেতু পাটনা ই এস আই হসপিটাল এর মতো পরিকাঠামো ছিল না। তাই ডক্টর বসু নিজেই এই বিশেষ কেস নেন। যখন ববিতা দেবী মেডিকা সুপার স্পেশালিস্ট হসপিটাল এ চিকিৎসার জন্য ভর্তি হন, তখন তিনি তৃতীয় সন্তানের ৩২ সপ্তাহ অন্তস্বতা ছিলেন, তাই ডাক্তাররা অস্ত্র প্রচার করার আগে দু-তিন দিন আইসিকিউ তে ভর্তি করেন, কিন্তু রোগীর অবস্থা খারাপ হতে থাকে, ব্রেন টিউমার ব্রেন টিমের উপর চাপ সৃষ্টি হতে থাকে, ডাক্তারা সাথে সাথে মেডিকেল বোড বসিয়ে অপারেশনের সিদ্ধান্ত নেন।

ওব্রেস্ট্রিশিয়ান ডক্টর সৌপ্তিক গঙ্গোপাধ্যায়ের সাথে আলোচনার পর ঠিক করা হয়, লোহার সেগমেন্ট সিজারিয়ান সেকশন করা হবে। ব্রেন টিউমার অস্ত্রপ্রচারের আগে, ডক্টর নিকোলা সাথে সাথে নবজাতকের দায়িত্ব নেন এবং অপারেশন থিয়েটারে অস্ত্রোপচার করেন, ১১ই সেপ্টেম্বর ববিতা দেবী, ডক্টরের এরা একটু চিন্তিত থাকলেও অপারেশন এতটাই সাকসেস যে ববিতা দেবী পরের দিন নিজে থেকেই খাবার চেয়ে খান, ডাক্তার বাবুদের কাছে এটি একটি বিরল ঘটনা,

 

ববিতা দেবী এখন সুস্থ এবং সবল এবং তার বাচ্চাটিও এখনো সুস্থ রয়েছেন। এবং এই সুস্থতায় কামনা করেন ডাক্তারেররাও,

ডক্টর অয়নাভ দেবগুপ্ত ,জয়েন ম্যানেজিং ডিরেক্টর মেডিকা গ্রুপ অফ হসপিটাল বলেন, স্বাস্থ্য ক্ষেত্রে পরিষেবা প্রদানের ক্ষেত্রে আমাদের প্রাথমিক দায়িত্ব হল, জীবন বাঁচানো এক্ষেত্রে বিষয়টি ছিল দুই জনের প্রাণ বাঁচানো, তাই মেডিকা সুপার স্পেশালিস্ট হসপিটালের দায়িত্বপ্রাপ্ত ডক্টরেরা যে কাজ সাফল্যের সাথে করেছেন আমরা কৃতজ্ঞ এবং আমরা কৃতজ্ঞ সুস্থ সবল ভাবে রোগীর কে তাদের পরিবারের হাতে তুলে দেওয়া, মেডিকা হসপিটাল সবসময় সাধারণ মানুষের পাশে আছেন ও থাকবেন, এবং এই ধরনের ক্রিটিকাল রোগে সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন বলে জানান,,,, এবং রোগীর পরিবার ডাক্তারদের কৃতজ্ঞতা জানান এবং বলেন আমরা সত্যিই কৃতজ্ঞ, আমাদের পরিবারের দুজনকে সফলতার সহিত সুস্থ করে তুলেছেন।

Please Share This Post in Your Social Media

দৈনিক ঢাকার কন্ঠ
© All rights reserved © 2012 ThemesBazar.Com
Design & Developed BY Hostitbd.Com