শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০৬:৪৭ অপরাহ্ন
মোহাম্মদ জসিম উদ্দিন তুহিন,যশোর জেলা প্রতিনিধি
যশোরের শার্শার আমৃত্যু কারাদন্ডপ্রাপ্ত আসামি শাহাজান আলীকে গ্রেফতার করেছে র্যাব-৬ যশোরের সদস্যরা। সোমবার রাতে শার্শা রেল লাইন এলাকা থেকে তাকে গ্রেফতার করে। বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-৬ যশোরের কোম্পানী অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন।তিনি জানান, ২০১৭ সালের ৩০ নভেম্বর বিকেলে যশোর জেলা ডিবি পুলিশ মাদক বিরোধী অভিযান পরিচালনার সময় জানতেপারেন শার্শা উপজেলার শ্যামলগাছী গ্রামে ফিলিং স্টেশনের সামনে এক ব্যক্তি হেরোইন নিয়ে অবস্থান করছেন।
তাৎক্ষনিক ডিবি ওই এলাকায় অভিযান চালিয়ে শাহাজান আলীকে আটক করে। এ সময় তার হাতে থাকা একটি শপিং ব্যাগ থেকে পাঁচটিটোপলায় রাখা এককেজি হেরোইন উদ্ধার করা হয়। এ ঘটনায় শার্শা থানায় মামলা করেন ডিবির এসআই খাইরুল আলম। মামলাটি তদন্ত করে ২০১৮ সালের ২২ জানুয়ারি ডিবির এসআই মুরাদ হোসেন শাহাজান আলীকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট জমাদেন। ২৫ সেপ্টেম্বর সোমবার রায় ঘোষনা দিনে বিচারক শাহাজানের আমৃতু কারাদন্ড ও ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ছয় মাসের কারাদন্ডের আদেশ দেন।
বিষয়টি জানতে পেরে রাতে অবস্থান শনাক্ত করে শাহাজানকে গ্রেফতার করে। তিনি আরও জানান শাহাজানের বিরুদ্ধে ফরিদপুর জেলার কোতয়ালী থানা ও যশোরের শার্শা থানা এলাকায় তার বিরুদ্ধে আরো তিনটি মাদক মামলা বিচারাধীন রয়েছে। তাকে শার্শা থানায় হস্তান্তর করা হয়েছে।