বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০৬:৫৪ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ
তুরাগের বউবাজারে ফুডকোর্ট মার্কেট উচ্ছেদের প্রতিবাদে ব্যবসায়ীদের প্রতিবাদ ও মানববন্ধন কর্মসূচি পালিত  ক্যান্টনমেন্ট থানা পুলিশ কর্তৃক ছয়টি হ্যান্ড গ্রেনেড, ম্যাগাজিন ও বিপুল পরিমাণ গুলি উদ্ধার; তিন শূন্যের ধারণার ওপর ভিত্তি করে পৃথিবী গড়ার আহ্বান প্রধান উপদেষ্টার তুরাগের বউবাজার মার্কেট উচেছদের প্রতিবাদে মানববন্ধন ট্রাম্পের সঙ্গে ‘দ্বন্দ্ব’ মিটিয়ে ফেলতে পারবেন ড. ইউনূস সেনাবাহিনী কত দিন মাঠে থাকবে’ সরকারই সিদ্ধান্ত নেবে  প্যারিস-বাংলা প্রেসক্লাব ফ্রান্স’র কার্যকরি কমিটি (২০২৪-২০২৬)গঠন ১০ নভেম্বর ২০২৪ শহীদ নুর হোসেন গনতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামের মহানায়ক : ডা. ইরান রাজধানী,তুরাগে ছেলের হাতে মা খুন অন্তর্বর্তী সরকার অধ্যাদেশ, ২০২৪’ নিয়ে সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী জেড আই খান পান্না ডয়চে ভেলেকে বলেন, 

বাংলাদেশে ব্যাপক সাড়া পাওয়ার পর,,,, এন এফ ডি সি ও,, বি এফ ডি সি সহ প্রযোজনা মুজিব ,,,,,,, আজ কলকাতার সিনেপলিস প্রেক্ষাগৃহে শুভ সূচনা হলো

নিউজ দৈনিক ঢাকার কন্ঠ 

রিপোর্টার ,শম্পা দাস ও সমরেশ রায়, কলকাতা

আজ ২৬ শে অক্টোবর বৃহস্পতিবার, কলকাতার অ্যাক্রোপলিশ এর সিনেপলিশ প্রেক্ষাগৃহে , বাংলাদেশের সাড়া জাগানো চলচ্চিত্র,, মুজিব,,, এর শুভ সূচনা হলো ,,আগামীকাল ২৭শে অক্টোবর থেকে থেকে বিভিন্ন প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।

বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানের বায়োপিক মুজিব, মেকিং অফ আ নেমানের একটি বিশেষ প্রদর্শনীর আয়োজন করা হয়েছিল, চলচ্চিত্রটির পরিচালক শ‍্যাম বেনেগালের আরেকটি অসাধারণ কাজ, যা শুধুমাত্র শেখ মুজিবুর রহমানের জীবনের বর্ণনা নিয়ে তৈরি হয়েছে। পাশাপাশি বাংলাদেশের জন্মের খেতে গুরুত্বপূর্ণ একজন রাজনৈতিক ব্যক্তিত্ব কিন্তু মহান নেতার এমন একটি দিকো উন্মোচন করে যা বিশ্বের কাছে অনেকটাই অজানা,

এই চলচ্চিত্রে অভিনয় করেছেন আরিফিন শুভ ,,,নুসরাত ইমরোজ তিশা,, নুসরাত ফারিয়া, চঞ্চল চৌধুরী, রিয়াজ আহমেদ, ফজলুর রহমান বাবু ,তৌকির আহমেদ এবং সিয়াম আহমেদ সহ অন্যান্যরা,

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত, অভিনেতা অরিন্দম, এবং লামা সহ অন্যান্যরা।

এন এফ ডি সি প্যানোরামা ষ্টুডিও ইন্টারন্যাশনাল এর সাথে ভারত বিদেশে মুক্তির জন্য চুক্তিবদ্ধ এই ছবিটি, প্রথম ১৩ই অক্টোবর বাংলাদেশে এই ছবিটি মুক্তি পায়, বাংলাদেশের সারা জাগানোর পর আজ কলকাতায় পুনরায় শুভ সূচনা হলো, আগামীকাল থেকে বিভিন্ন হলে মুক্তি পাবে,

ন্যাশনাল ফিল্ম ডেভেলপমেন্ট কর্পোরেশন ইন্ডিয়া এবং বাংলাদেশ ফিল্ম ডেভেলপমেন্ট কর্পোরেশন এর যৌথভাবে প্রযোজিত দুই দেশের মধ্যে প্রথম সহ প্রযোজনার ভিত্তিতে মুজিব তৈরি করা হয়েছে।

বাংলাদেশের মহান নেতা মুজিবকে নিয়ে যেভাবে চলচ্চিত্রটি তৈরি হয়েছে, সত্যিই অসাধারণ ,পরিচালক শ্যাম বেনেগাল যেভাবে তীক্ষ্ণ দৃষ্টিতে পরিচালনা করেছেন, মানুষের মন ও হৃদয় ছুঁয়ে গেছে, এই কিংবদন্তি রাজনীতিবিদ তার স্ত্রী শেখ ফজিলাতুন্নেসা মুজিবের চোখের মাধ্যমে পর্দায় চিত্রিত করা হয়েছে,,, শুধু তাই নয়, রাজনীতির সাথে সাথে, ফ্যামিলিদের সাথে নিয়ে কিভাবে তিনি তাহার রাজনীতি চালিয়ে গিয়েছেন তার বর্ণনাও এই ছবির মধ্যে তুলে ধরেছিলেন, এবং বাংলাদেশকে স্বাধীন করার জন্য, নিজের জীবনকে আত্ম বলিদান করলেন ,,তার পুঙ্খানুপুঙ্খ চরিত্রটি আজ ফুটে উঠেছে এই চলচ্চিত্রের মাধ্যমে। এক কথায় দর্শকরা ও সিনেমা প্রেমীরা মুগ্ধ।

Please Share This Post in Your Social Media

দৈনিক ঢাকার কন্ঠ
© All rights reserved © 2012 ThemesBazar.Com
Design & Developed BY Hostitbd.Com