বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ০৭:৪২ পূর্বাহ্ন
মোঃ দেলোয়ার হোসেন টাঙ্গাইল জেলা প্রতিনিধি
সমাবেশের নামে বিএনপি যদি আবারও গাড়িতে আগুন দেয়, বিদ্যুতের লাইন কাটে,রেললাইন উপরে ফেলার চেষ্টা করে তাহলে এ দেশের জনগন তার সমুচিত জবাব দিবে।
বৃহস্পতিবার(২৬ অক্টোবর) সকাল ১১টায় মধুপুর অডিটোরিয়াম হল রুমে অনুষ্ঠিত, ঢাকা ও ময়মনসিংহ অঞ্চলের বিনা কর্তৃক উদ্ভাবিত উচ্চ ফলনশীল ও জনপ্রিয় জাতসমূহ সম্প্রসারন এবং বিদ্যমান শস্য্যবিন্যাসে তেল ফসলে অন্তর্ভুক্তকরন শীর্ষক কর্মশালায় তিনি এসব কথা বলেন।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ২৮ অক্টোবরের সমাবেশকে ঘিরে তাদের যে হুমকি দিচ্ছে সে হুমকি আমরা রাজনৈতিক ভাবে মোকাবেলা করবো। সংবিধান অনুযায়ী নির্বাচন অনুষ্ঠিত হবে, আশা করি বিএনপি সে নির্বাচনে অংশ গ্রহন করবে।
বাংলাদেশ কৃষি মন্ত্রনালয়ের সচিব ওয়াহিদা আক্তার এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কে এম খালিদ এমপি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো, জোয়াহেরুল ইসলাম এমপি, বিএআরসির নির্বাহী পরিচালক ড. শেখ মোহাম্মদ বখতিয়ার, বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের চেয়ারম্যান আব্দুল্ল্যাহ সাজ্জাদ এনডিসি, জেলা প্রশাসক কায়সারুল ইসলাম, পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার, উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীমা ইয়াসমিন, পৌর মেয়র সিদ্দিক হোসেন খান, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোল্লা আজিজুর রহমান, বিভিন্ন এলাকা থেকে আগত কৃষকগন সহ প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়ার সাংবাদিকগন উপস্থিত ছিলেন।