বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর ২০২৪, ০৭:৪৫ পূর্বাহ্ন
মো: সাজ্জাত হোসেন, গাজীপুর জেলা প্রতিনিধিঃ
গাজীপুরের কালীগঞ্জে “সমবায়ে গড়ছি দেশ, স্মার্ট হবে বাংলাদেশ” এই প্রতিপাদ্যে ৫২ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।
শনিবার (৪ নভেম্বর) সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা সমবায় অফিসের আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আজিজুর রহমান এর সভাপতিত্বে উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এডঃ মো. মাকসুদ-উল-আলম খাঁন।
উপজেলা মহিলা সংস্থার দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তা জেসমিন বেগমের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা সমবায় কর্মকর্তা মো. আতাউর রহমান, কালব এর সাধারণ সম্পাদক মো. আরিফ মিয়া, নাগরী ক্রেডিট ইউনিয়নের সাধারণ সম্পাদক পিটার রড্রিক্স, রংধনু ক্রেডিট ইউনিয়নের চেয়ারম্যান কাজী হারুন অর রশিদ টিপু, তুমুলিয়া ক্রেডিট ইউনিয়নের সাধারণ সম্পাদক রিংকু গমেজ, বাঙ্গাল হাওলা আশার আলো সমবায় সমিতির সভাপতি আবুল হাসেম, চুয়ারীয়াখোলা ক্রেডিট ইউনিয়নের সাবেক সাধারণ আশরাফী সোহেল খাঁন, পুনসহি সমবায় সমিতির সভাপতি ফাতেমা আক্তার প্রমুখ।
বক্তাগণ সারাদেশে সমবায় সমিতির কর্মকান্ডে উপজেলার নাগরী ইউনিয়নের মঠবাড়ী খ্রীষ্টান ক্রেডিট ইউনিয়ন প্রথম স্থান অধিকার করায় ইউনিয়নের সকল কর্মকর্তা, কর্মচারী ও সদস্যদের ধন্যবাদ জানান। এ সময় তারা বলেন, সুখী সমৃদ্ধি সোনার বাংলা গঠনে সমবায় সমিতির বিকল্প নেই। তাই সবাইকে সমবায় সমিতি গঠন করে বেকারত্ব সমস্যার সমাধান করতে হবে।
পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আজিজুর রহমান ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এডঃ মো. মাকসুদ-উল-আলম খাঁন নাগরী ইউনিয়নের মঠবাড়ী খ্রীষ্টান ক্রেডিট ইউনিয়ন, মঠবাড়ী ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি, ভাষানিয়া আশার আলো ক্ষুদ্র ব্যবসায়ী সমিতি, রংধনু কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন, চুয়ারীয়াখোলা নবজাগরণ কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নকে শ্রেষ্ঠ সমবায়ী সমিতি হিসেবে ক্রেষ্ট প্রদান করেন। এ সময় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, কর্মচারী, বিভিন্ন সমবায় সমিতির সমবায়ী সদস্য, বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।
ছবির ক্যাপসনঃ কালীগঞ্জে জাতীয় সমবায় দিবসে বক্তব্যে রাখছেন ইউএনও মো. আজিজুর রহমান।