শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ০৭:৫৮ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ
গণমাধ্যমের স্বাধীনতা খর্ব করার ইঙ্গিত ডোনাল্ড ট্রাম্পের দেশে দুটি দেশপ্রেমিক শক্তি আছে, একটা সেনাবাহিনী আরেকটা জামায়াত’ ডা.শফিক ঢাকায় আসছেন ইলন মাস্ক! দুমকী উপজেলায়, তাবলীগ জামাতের ওলামা মাশায়েখরা, সাদিয়ানীদের বিরুদ্ধে মানববন্ধন, স্মারকলিপি প্রধান।  “বিলেতের কমিউনিটির স্বনামধন্য ব্যক্তি কে এম আবু তাহের চৌধুরীর সম্মানিত         লালমনিরহাটে ডিবির অভিযানে ফেন্সিডিলসহ গ্রেফতার ১ আজিমপুর কবরস্থানে চাঁদাবাজি, অভিযোগ আটক ৫ মহান বিজয় দিবসে উপলক্ষে উত্তরা আলোচনা সভা     “রাষ্ট্র গঠনে গণমাধ্যমের ভুমিকা” পানামা খালের নিয়ন্ত্রণ নেওয়ার হুমকি ট্রাম্পের উত্তরা পূর্ব থানা বিএনপির কর্মীসভা ও তারেক রহমানের ঘোষিত ৩১ দফার কর্মশালা

কলকাতা,১০০০ দিন পূর্ণ উপলক্ষে,,অভিনব বিক্ষোভ দেখালেন ন্যাড়া হয়ে,,,

নিউজ, দৈনিক ঢাকার কণ্ঠ 

রিপোর্টার,,,সমরেশ রায় ও শম্পা দাস,,, কলকাতা

কলকাতা,আজ ৯ই ডিসেম্বর শনিবার, সাড়ে ১১ টায় গান্ধী মূর্তির পাদদেশে,,ধর্ণার হাজার দিন পূর্ণ উপলক্ষে,,, এস এল এস টি ২০১৬ নবম ও দ্বাদশ এর ,,,,, যোগ্য চাকুরী প্রার্থীরা ,আজ ন্যাড়া হয়ে, খালি গায়ে অভিনব বিক্ষোভ দেখালেন, এটা মাননীয় মুখ্যমন্ত্রীর লজ্জা ও শিক্ষা মন্ত্রীর লজ্জা,, এই বিক্ষোভকে কেন্দ্র করে সারা গান্ধী মূর্তি উত্তাল হয়ে ওঠে, ,তারা বলেন বারবার প্রতিশ্রুতির নামে প্রতারণা করা হয়েছে , একদিন হয়ে গেল একবারও মাননীয় মুখ্যমন্ত্রী ও শিক্ষা মন্ত্রীর দেখতে আসার সময় হয় না।তারা বিভিন্নভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দিলেও মাননীয় মুখ্যমন্ত্রী ও শিক্ষামন্ত্রী কোন সহযোগীতা করেননি, তাই আজ এই অভিনব বিক্ষোভের মধ্য দিয়ে ধিক্কার জানালেন এবং খোভ প্রকাশ করলেন, বললেন একটা মহিলা হয়ে,, আরেকটি মহিলা ন্যাড়া হয়ে চুল ফেলে বিক্ষোভ দেখাচ্ছে,, এটা মাননীয় মুখ্যমন্ত্রীর লজ্জা হওয়া দরকার ও শিক্ষামন্ত্রী লজ্জা হওয়া দরকার,, চুল ফেলে ন্যাড়া হন বাসুদেব মন্ডল ,পলাশ মন্ডল এবং রাসমণি মৈত্র একটি মহিলা,এরপর ধর্ণারত সকলে জামা খুলে খুব বিক্ষোভ দেখাতে থাকেন,

আজকের এই ধর্ণা মঞ্চের বিক্ষোভ সমাবেশে সমস্ত দল একত্রিত হয়ে মাননীয় মুখ্যমন্ত্রীর উপর ক্ষোভ আজরে দেন। সি পি আই এম,, কংগ্রেস,, বিজেপি,,, আর এস পি,, এস ইউ সি আই ,, ফরওয়াড ব্লক থেকে শুরু করে সমস্ত দল একত্রিত হয়ে এই বিক্ষোভে সামিল হন, এবং চাকুরি প্রার্থীদের পাশে দাঁড়ান,, এমনকি যুব ছাত্ররাও সমর্থন জানান ও পাশে দাঁড়ান। সারা গান্ধী মূর্তির পাদদেশে প্রশাসনের লোকজন হিমশিম খেতে থাকেন, নেতা মন্ত্রীরা আশায়। এর মুখে একটা কথাই শোনা যায়, এটা পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রীর লজ্জা শিক্ষামন্ত্রী লজ্জা,, যোগ্য প্রার্থীদের চাকরি না দিয়ে, টাকার বিনিময়ে নুপুরে সমস্ত কিছু বিক্রি করা হয়েছে, যোগ্য প্রার্থীদের বঞ্চনা করা হচ্ছে, মুখ্যমন্ত্রী নিজের মুখে চাকরী খালি আছে বলে আজও দিতে পারেননি, শিক্ষা মন্ত্রীও অনর,, আমরা এদের পাশে আছি, যতদিন না পর্যন্ত এরা ন্যায্য চাকরি পাবেন, এতগুলো বছর তাদেরকে জল ঝড় বৃষ্টিতে ধর্ণা দিতে হচ্ছে। বাড়ি ঘড় দূয়ার ছেলে রাস্তায় বসে থাকতে হচ্ছে,,

ঝরনা মঞ্চে উপস্থিত ছিলেন সিপিআইএমের বিমান বসু, হিরন মুখার্জি,, অভিনেতা রুদ্রনীল ঘোষ, বিজেপি যুব মোর্চার ইন্দ্রনীল খাঁ এবং কংগ্রেসের নেতা নেতৃবৃন্দ ও আইনজীবীরা,, পরে উপস্থিত হন তৃণমূল মুখপাত্র কুনাল ঘোষ, আসার সাথে সাথেই তাল হয়ে পড়ে এবং চোর চোর বলে বিক্ষোভ দেখাতে থাকেন, একটুক্ষণ ধরে কুনাল ঘোষ কে ঘেরাটককার মধ্যে ঘেরে রাখেন, এবং তিনি ধন্য মঞ্চের চাকুরি প্রার্থীদের সাথে নিয়ে শিক্ষামন্ত্রীর সাথে ফোনে কথা বলেন, আগামী সোমবার শিক্ষামন্ত্রী এই নিয়ে আলোচনায় বসবেন, চাকরি প্রার্থীরা এতোটুকু টলেন নি তারা আজকের এই বিক্ষোভ একি ভাবে চালান,, অন্য পার্টির নেতা নেতৃবৃন্দরা বলেন, হাজার দিন হয়ে গেল ,তখনও একবার কেউ দেখা করতে আসেনি, হঠাৎ কুনাল ঘোষ আজকে কেন হাজির হলেন, এই নিয়ে অনেকের মনে সংশয় দেখা দেয়,, যতখন উপস্থিত ছিলেন চোর চোর বলে বিক্ষোভ দেখাতে থাকেন,এরপর প্রশাসনের হস্তক্ষেপে এবং পুলিশের সহযোগিতায় কুনাল ঘোষকে ওখান থেকে নিয়ে যান।।
বিজেপি নেতা নেতৃবৃন্দরা বলেন, ছাড়া পাবে না, একে একে মন্ত্রীরা ধরা পড়ছে, বাকীদেরও রেহায় নাই,

Please Share This Post in Your Social Media

দৈনিক ঢাকার কন্ঠ
© All rights reserved © 2012 ThemesBazar.Com
Design & Developed BY Hostitbd.Com