রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০৬:০৯ পূর্বাহ্ন
মোঃ মোবারক হোসেন নাদিম বিশেষ প্রতিনিধি
আজ ২০ ডিসেম্বর ২০২৩ ইং তারিখে নরসিংদী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ,সুষ্ঠু ও নিরপেক্ষভাবে পালন করার লক্ষ্যে নির্বাচনী আচরণবিধি প্রতিপালন নিশ্চিতকল্পে নির্বাচনে অংশগ্রহণকারী প্রতিদ্বন্দ্বী প্রার্থীগণের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।উক্ত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট এবং রিটার্নিং অফিসার,নরসিংদীর ড. বদিউল আলম।
উক্ত সভায় নরসিংদী জেলার ৫টি সংসদীয় আসনের ৩৩ জন প্রার্থী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সমূহের প্রতিনিধিবৃন্দ,বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ওঅতিরিক্ত জেলা প্রশাসকবৃন্দ,আচরণ বিধি প্রতিপালনে নিয়োজিত এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটগণ, নির্বাচনী অনুসন্ধানী কমিটির সদস্যবৃন্দ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।
সভায় সভাপতির বক্তব্যে বলেন,আগামী ৭ জানুয়ারি ২০২৪ তারিখে একটি অবাধ, সুষ্ঠু ও প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন আয়োজনের জন্য সকল প্রস্তুতি সুন্দরভাবে চলমান ও নির্বাচন কমিশনের নির্দেশনা মোতাবেক আইন শৃঙ্খলা পরিস্থিতি রক্ষার্থে সমস্ত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।