বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০৩:৪৫ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ
তুরাগের বউবাজারে ফুডকোর্ট মার্কেট উচ্ছেদের প্রতিবাদে ব্যবসায়ীদের প্রতিবাদ ও মানববন্ধন কর্মসূচি পালিত  ক্যান্টনমেন্ট থানা পুলিশ কর্তৃক ছয়টি হ্যান্ড গ্রেনেড, ম্যাগাজিন ও বিপুল পরিমাণ গুলি উদ্ধার; তিন শূন্যের ধারণার ওপর ভিত্তি করে পৃথিবী গড়ার আহ্বান প্রধান উপদেষ্টার তুরাগের বউবাজার মার্কেট উচেছদের প্রতিবাদে মানববন্ধন ট্রাম্পের সঙ্গে ‘দ্বন্দ্ব’ মিটিয়ে ফেলতে পারবেন ড. ইউনূস সেনাবাহিনী কত দিন মাঠে থাকবে’ সরকারই সিদ্ধান্ত নেবে  প্যারিস-বাংলা প্রেসক্লাব ফ্রান্স’র কার্যকরি কমিটি (২০২৪-২০২৬)গঠন ১০ নভেম্বর ২০২৪ শহীদ নুর হোসেন গনতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামের মহানায়ক : ডা. ইরান রাজধানী,তুরাগে ছেলের হাতে মা খুন অন্তর্বর্তী সরকার অধ্যাদেশ, ২০২৪’ নিয়ে সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী জেড আই খান পান্না ডয়চে ভেলেকে বলেন, 

ঢাকা-১৮ উত্তরায় চাঁদাবাজি জমি দখল চলবে না : খসরু চৌধুরী 

নিউজ দৈনিক ঢাকার কণ্ঠ 

ঢাকা-১৮ রবিবার ০৭/০১/২০২৪ ইং আসনে জয়লাভের পর সমর্থকদের উদ্যেশ্যে খসরু চৌধুরী বলেন, এ জয় সকল ভোটারদের। চাঁদাবাজি, জমি দখল চলবে না। যারা করবে তাদের সাথে নেই। ছাত্রলীগকে আগে পড়াশোনা, তারপর রাজনীতি। কোন ঝামেলা করা যাবে না। তিনি আরো বলেন, পরিবর্তন আনতে হবে।

আমি জগনের পরিবর্তন দেখাতে চাই। তাহলেই জনগন ভালো বলবে । সমঝোতার মধ্য দিয়ে এ আসনটিতে নৌকা সরিয়ে নিলেও মাঠে ছিলেন দুজন হেভিওয়েট প্রার্থী। অপরদিকে মহানগর উত্তর আ.লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এসএম তোফাজ্জল হোসেন ট্রাক অপরদিকে,কেটলি প্রতিকে ঢাকা মহানগর উত্তর আ.লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক খসরু চৌধুরী

নিয়ে লড়াই করেছিলেন পাশাপাশি শেরীফা কাদের জাতীয় পার্টি লাঙ্গল প্রতীক ।

সমস্ত উত্তরা ১৮ আসনের বাঁশীর নজরছিলো নির্বাচনের দিনব্যাপী কঠর নিরাপত্তা ও সচ্ছতার মধ্য দিয়ে নির্বাচনের  দিকে জয়ের মালা পড়লেন খসরু চৌধুরী। সুষ্ঠু ভোটের মাধ্যমে ভোট হয় এলাকাবাসীর মাঝে ছিল স্বস্তি। বিভিন্ন কেন্দ্র থেকে ফলাফল আসা শুরু করলে কেটলি মার্কা এগিয়ে থাকায় সমর্থকদের মাঝে উল্লাসে মেতে উঠে। উত্তরা ৬ নং সেক্টর কমিউনিটি সেন্টারে ফল সংগ্রহ ও পরিবেশন কেন্দ্রের সহকারী রিটার্নিং অফিসার সাইদুর রহমান রোববার রাতে এ তথ্য জানান। সাইদুর রহমান বলেন, ঢাকা-১৮ আসনের ২১৭টি ভোট কেন্দ্রের ১ লাখ ৩৪ হাজার ২৬০টি ভোটের মধ্যে খসরু চৌধুরী কেটলি মার্কায় পেয়েছেন ৭৯ হাজার ৮৫ ভোট।

৩৪ হাজার ১৭৬ ভোট কম পেয়ে দ্বিতীয় হয়েছেন ট্রাক মার্কার অপর স্বতন্ত্র প্রার্থী বীর মুক্তিযোদ্ধা এসএম তোফাজ্জল হোসেন। জাতীয় পার্টির শেরীফা কাদের লাঙ্গল মার্কা নিয়ে পেয়েছেন ৬ হাজার ৪২৯ ভোট। এ আসনটিতে মোট ভোট দিয়েছেন ১ লাখ ৩৪ হাজার ২৬০ জন। যার মধ্যে বাতিল হয়েছে ১ হাজার ৫৭৩ ভোট। ভোট গ্রহণ হয়েছে ২৩ দশমিক ০৮ শতাংশ। সর্বশেষ বিজয়ের আনন্দ উপভোগ করেন উত্তরা ৬ নং সেক্টর রাজনৈতিক অফিসে মিস্টি খাওয়ে।

Please Share This Post in Your Social Media

দৈনিক ঢাকার কন্ঠ
© All rights reserved © 2012 ThemesBazar.Com
Design & Developed BY Hostitbd.Com