শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০৬:১১ অপরাহ্ন
কলকাতা,রিপোর্টার , সমরেশ রায় ও শম্পা দাস
আজ ১৬ই এপ্রিল মঙ্গলবার, উড়িষ্যা থেকে কলকাতা ফেরার পথে ব্রীজ থেকে উল্টে পড়লো যাত্রীবাহী বাস ,মৃত কমপক্ষে পাঁচ আহত প্রায় চল্লিশ,
পুরী থেকে কলকাতা ফেরার পথে ভয়াবহ দুর্ঘটনার কবলে, সোমবার রাতের দিকে বাসটি ১৬ নম্বর জাতীয় সড়ক উড়িষ্যার জাজপুরে দুর্ঘটনার কবলে পড়ে।, খবর পেয়েই পুলিশ ও স্থানীয় বাসিন্দারা দ্রুত উদ্ধার করার কাজে হাত বাড়ায় ও আহতদের উদ্ধার করে দ্রুত হাসপাতালে পাঠান।,
সংবাদ সংস্থা সূত্রে খবর এই ঘটনায় এক মহিলা সহ কমপক্ষে পাঁচ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ৪০ জন , ধর্মশালা থানা সূত্রে খবর সোমবার রাত্রি প্রায় নটা নাগাদ বাসটি যাত্রী নিয়ে বারাবতী ব্রীজের উপর থেকে নিয়ন্ত্রণ হারিয়ে সটান নিচে পড়ে যায়, এই সময় বাসে প্রায় ৫০ জন যাত্রী ছিলেন,
আহতদের উদ্ধার করে কটকের এসবিবি হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। প্রাথমিক তদন্তে অনুমান, চালক মদ্যপ অবস্থায় থাকার কারণে, প্রথমে ইলেকট্রিক খুঁটিতে ধাক্কা মারে, তারপর নিয়ন্ত্রণ হারিয়ে ফ্লাইওভার থেকে কুড়ি ফুট নিচে পড়ে গিয়ে এই দুর্ঘটনাটি ঘটে। দুর্ঘটনা গ্রস্থ বাসটিকে উদ্ধার করা হয়েছে।,
জাজপুরের বাস দুর্ঘটনায়, নন্দীগ্রামের দু নম্বর ব্লকের খোদামবাড়ির বাসিন্দা, বর্ণালী দাসের মৃত্যু হয় বলে জানা যায়। আমি চন্দন দাস গুরুতরাও জখময় স্থানীয় হাসপাতালে ভর্তি রয়েছেন, বর্ণালী দেবী চিকিৎসার জন্য ভুবনেশ্বর এইমস হাসপাতালে গিয়েছিলেন, ফেরার পথে এই দুর্ঘটনায় তার আর বাড়ি ফেরা হলো না। এলাকায় সোকের ছায়া নেমে আসে,