শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০৬:৫১ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ
তুরাগের বউবাজারে ফুডকোর্ট মার্কেট উচ্ছেদের প্রতিবাদে ব্যবসায়ীদের প্রতিবাদ ও মানববন্ধন কর্মসূচি পালিত  ক্যান্টনমেন্ট থানা পুলিশ কর্তৃক ছয়টি হ্যান্ড গ্রেনেড, ম্যাগাজিন ও বিপুল পরিমাণ গুলি উদ্ধার; ভাসানী ফাউন্ডেশন নিউইয়র্কের আলোচনা সভায় বক্তারা মওলানা ছিলেন রাজনীতিকদের আইকনিক নেতা  তিন শূন্যের ধারণার ওপর ভিত্তি করে পৃথিবী গড়ার আহ্বান প্রধান উপদেষ্টার তুরাগের বউবাজার মার্কেট উচেছদের প্রতিবাদে মানববন্ধন ট্রাম্পের সঙ্গে ‘দ্বন্দ্ব’ মিটিয়ে ফেলতে পারবেন ড. ইউনূস সেনাবাহিনী কত দিন মাঠে থাকবে’ সরকারই সিদ্ধান্ত নেবে  প্যারিস-বাংলা প্রেসক্লাব ফ্রান্স’র কার্যকরি কমিটি (২০২৪-২০২৬)গঠন ১০ নভেম্বর ২০২৪ শহীদ নুর হোসেন গনতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামের মহানায়ক : ডা. ইরান রাজধানী,তুরাগে ছেলের হাতে মা খুন

রাতুল মুখার্জীর পরিচালনায়, কালিয়াচক চ্যাপ্টার ওয়ান এর ট্রেলার ও মিউজিক লঞ্চ করল

নিউজ দৈনিক ঢাকার কন্ঠ 

রিপোর্টার, সমরেশ রায় ও শম্পা দাস , কলকাতা

আজ ২৯ শে মে , ঠিক সকাল ১১ টায় , সাউথ সিটি মলের, লর্ড অফ দ্য ড্রিঙ্কস , সাঁই বাংলা ফিল্মস এবং নয়ন রাজ এর প্রযোজনায় ও রাতুল মুখার্জীর পরিচালনায় , কালিয়াচক চ্যাপ্টার ওয়ান এর ট্রেলার ও মিউজিক লঞ্চ করল।

কালিয়াচক চ্যাপ্টার ওয়ান, মালদা শহরের কাহিনী কে তুলেই এই গল্পের শুরু, যেখানে প্রতিনিয়ত নারীদের সম্মানকে ধুলিস্যাৎ করে চলেছে কুকৃতির ঘৃণ্য ব্যবসা চালাচ্ছে এক শ্রেণীর মানুষ। তেমনই একটি কাহিনী উঠে এসেছে সমাজের বুকে,

রয়েছে গল্পটির মধ্যে সাসপেন্সের একটি আকর্ষণ কাহিনী, যা গ্রামীণ ভারতের পটভূমিতে পারিবারিক অন্তকলহ অপরাধ এবং মুক্তির সুতোকে একত্রিত করে, গায়ে কাঁটা দেওয়া সত্য ঘটনা দ্বারা অনুপ্রাণিত মানব প্রকৃতির গভীরতা এবং প্রতিকূলতার মুখে বেশি বারবার দাঁড়ায়। পরিচালক চেষ্টা করেছেন সমাজে ঘটা কিছু ঘটনাকে তুলে ধরে মানুষের সম্মুখে আনতে, যাহা নিত্য নৈমিত্তিক ঘটে চলেছে ,

ছবিটিতে অভিনয় করেছেন, নবাগত অসীম , অভিনেত্রী রূপাঞ্জনা মিত্র, পার্থ সারথী, অভিনেতা দেবপ্রসাদ হালদার, দেবব্রতীম দাশগুপ্ত ,প্রতীশ ঘোষ

স্ক্রিপ্টে অতনু তানুজ ঘোষ, গায়ক রাজ বর্মন, সুপ্রতীপ ভট্টাচার্য ,নয়ন রাজ,

ক্যামেরা টিম রোহান পাল গ্যাম্বী অরবিন্দ, সায়ন মুখার্জী ,এডিটরে অভিষেক মন্ডল, ফিল্ম ডিস্ট্রিবিউশনে কলকাতা ফিল্ম এবং সবার প্রিয় গণমাধ্যম প্রচার ও মার্কেটিং এ রানা বসু ঠাকুর।….. বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অভিনেত্রী ও পরিচালক মানসী সিনহা।

লর্ড অফ দ্য ড্রিংকসে, ট্রেলার ও মিউজিক লঞ্চ এর সাথে সাথে, হল ভর্তি দর্শকের উত্তেজনা চোখে পড়ার মতো, আর মুখে মুখে একটি কথা ফাটাফাটি, ১৪ ই জুনের মুক্তির অপেক্ষায়, না দেখে মন ভরবে না, আফসোস রয়ে যাবে,

ছবিটির মূল কাহিনী, যুগের পর যুগ ধরে নারী সম্মানকে ধুলিস্যাৎ করে কুকীর্তির ঘৃণ্য ব্যবসা করে আসছে কিছু শ্রেণীর মানুষ, তেমনই এক কাহিনীর প্রেক্ষাপটে মূল চরিত্রে আসিক আহমেদ, মালদা জেলার অভ্যন্তরে অবস্থিত কালিয়াচকের শান্ত অথচ রহস্যময় গ্রামে বাস করে, খোলা আকাশের মত বিশাল স্বপ্ন নিয়ে বাঁচতে চায় ছেলেটি, মধ্যবিত্ত বেকার, জীবন কাটে টাকা সোদে আর প্রত্যাশিত প্রেমের প্রতিশোধে, ছয়জনের পরিবার সুখী কিনা বোঝা দায়, পারিবারিক ব্যবসায়ী যখন চোরাই অস্ত্র মোবাইল পাচার, একসময় বাপ-দাদার ষড়যন্ত্রে বলি স্বীকার হয়ে যায়, ঘৃণ্যভাবে তলিয়ে যায় তার সবচেয়ে কাছের স্নেহের ছোট বোন।

গুরুদে জর্জরিত ব্যক্তিগত মর্মান্তিক কিছু ঘটনা চক্রে সে জড়িয়ে পড়ে ড্রাগ ওয়েব চক্রান্তকারী গভীর ঘেরাটপে, অপরাধীর ছায়ায় কলঙ্কিত হয়ে যায় তার ভবিষ্যৎ চাপের সাথে লড়াই করে, কিন্তু আইন কতটা মেনে নেবে সত্য ঘটনা কে সামনে রেখে। সমাজে কতটা সচেতনতা ফিরে আসবে, কাহিনীটির মধ্য দিয়ে,

সকল অভিনেতা অভিনেত্রীরা চেষ্টা করেছেন ছবিটিকে মনের মত করে তাদের অভিনয়ের মাধ্যমে তুলে ধরার, দর্শকদের কতটা ভালো লাগবে ১৪ই জুন তাদের বিচারেই আমাদের এগিয়ে চলার পথ, আরো নতুন কিছু করার স্বপ্ন। এবং দর্শকদের উপরে নির্ভর করবে ছবিটি দেখে পরিচালক কে আরো এগিয়ে নিয়ে যাওয়ার উৎসাহিত করা। আরো ভালো ছবি করার।

Please Share This Post in Your Social Media

দৈনিক ঢাকার কন্ঠ
© All rights reserved © 2012 ThemesBazar.Com
Design & Developed BY Hostitbd.Com