সোমবার, ১১ নভেম্বর ২০২৪, ০৫:২৫ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ
১০ নভেম্বর ২০২৪ শহীদ নুর হোসেন গনতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামের মহানায়ক : ডা. ইরান রাজধানী,তুরাগে ছেলের হাতে মা খুন অন্তর্বর্তী সরকার অধ্যাদেশ, ২০২৪’ নিয়ে সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী জেড আই খান পান্না ডয়চে ভেলেকে বলেন,  বাংলাদেশে যেকোনো হামলার জবাবদিহি চায় বাইডেন প্রশাসন আমেরিকার জর্জিয়া-কানেকটিকাট-নিউ হ্যামশায়ার স্টেট সিনেটে ৪ বাংলাদেশির বিশাল বিজয়   পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর ফরাজী আটক মার্কিন নির্বাচন ২০২৪ : ট্রাম্পই যাচ্ছেন হোয়াইট হাউসে? ‘গণতন্ত্র পুনরুদ্ধারে’ বিএনপির সঙ্গে কাজ করতে তৈরি আ.লীগ: হাছান মাহমুদ বৈদেশিক মুদ্রা,দামি হাতঘড়ি ও আইফোন জব্দ টঙ্গী ও উত্তরায় যৌথ বাহিনীর অভিযান : আগ্নেয়াস্ত্র ও কোটি টাকা উদ্ধার, সাবেক সচিবসহ আটক ৪২  বড়াইগ্রামের পলিথিন ব্যাগ মজুদ করায় ব্যবসায়ীকে জরিমানা 

ময়মনসিংহ,ভালুকায় ২টি চোরাই পিকাপসহ চোর চক্রের ৫ সদস্য আটক 

নিউজ দৈনিক ঢাকার কন্ঠ 

মোঃ বাহার মিয়া, ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি : 

ময়মনসিংহের ভালুকায় ২টি চোরাই পিকাপসহ চোর চক্রের ৫ সদস্যকে আটক করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে চুরি হওয়া দুইটি পিকাপ গাড়ি উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার ১৩ জুন রাতে অভিযান চালিয়ে তাদের বিভিন্ন স্থান থেকে আটক করা হয়।

ভালুকা মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ জানান, দিনের পর দিন অভিনব কায়দায় চক্রটি পিকাপ গাড়ী চুরি করে বিক্রি করতো। থানার এসআই নিরুপম নাগের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স তথ্য প্রযুক্তির ব্যবহার করে বিরুনিয়া এলাকা থেকে প্রথমে খায়রুল, আকরাম হোসেন বাবু ও ফারুক নামে তিনজনকে আটক করে। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে শেরপুর জেলার নকলা থানা এলাকা থেকে শাহীন ও রুবেলকে দুইটি গাড়ীসহ আটক করা হয়।

গত ২ মে রাতে উপজেলার সীডস্টোর বাজার এলাকায় জহিরুলের বাড়ীর উত্তরপাশে একটি পার্কিং থেকে মো. সাইফুল ইসলাম (৫২) ও মো. জহিরুল ইসলাম (৩৭) এর দুইটি পিকআপ চুরি হলে থানায় মামলা পর পুলিশ অভিযানে নামে।

পরে পুলিশ তথ্য প্রযুক্তির ব্যবহার করে চক্রের ৫ সদস্যকে আটক করেছে।

আটককৃতরা হলেন, আমতলী এলাকার কাদিরের ছেলে মো. খায়রুল (২২), একই এলাকার আ. করিমের ছেলে আকরাম হোসেন বাবু (২৫), পাগলা থানার বেলাবো এলাকার আ. রহিমের ছেলে মো. ফারুক (৩০), শেরপুর সদর উপজেলার মৃত সুরুজ আলীর ছেলে মো. শাহিন (৪০) ও ময়মনসিংহ জেলার তারাকান্দা উপজেলার আব্দুল আহাদ মিয়ার ছেলে মো. রুবেল মিয়া (৩৯)। এসময় তাদের কাছ থেকে নীল রংয়ের ২টি (TATA Ex 2) পিকআপ গাড়ী ও ১টি লোহার তৈরী মাস্টার চাবী জব্দ করা হয়। আটককৃতদের শুক্রবার সকালে আদালতে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

দৈনিক ঢাকার কন্ঠ
© All rights reserved © 2012 ThemesBazar.Com
Design & Developed BY Hostitbd.Com