admin
- ২৪ জুন, ২০২৪ / ৭৮ Time View
নিউজ দৈনিক ঢাকার কন্ঠ
মো.হাসমত উল্লাহ,লালমনিরহাট*
হাতীবান্ধা থানা পুলিশের বিশেষ অভিযানে ৬৮০ বোতল মাদকদ্রব্য ফেন্সিডিলসহ ০১ জন কুখ্যাত মাদক ব্যাবসায়ী গ্রেফতার। লালমনিরহাট পুলিশ সুপার এর দিক নির্দেশনায়, হাতীবান্ধা থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম এর নের্তৃত্বে,
পুলিশ পরিদর্শক (তদন্ত) নির্মল চন্দ্র মহন্ত, এসআই/আনোয়ারুল ইসলাম, এএসআই/ রফিকুল ইসলাম এএসআই/ আবু সাঈদ, কনস্টেবল/ এছাহাক আলী, কনস্টেবল/আরমান আলী, কনস্টেবল/বদিউজ্জামান, কনস্টেবল/আবেদুল ইসলাম, কনস্টেবল/হাসান আলী দোয়ানী পুলিশ ক্যাম্পে কর্মরত এএসআই/ লুৎফর রহমান, এ এস আই আশরাফ আলী, কনস্টেবলআবু সায়েম, কনস্টেবল/ছাইফুল ইসলাম, কনস্টেবল/মাইদুল ইসলাম, সহ গোপন সংবাদের ভিত্তিতে জেলার হাতীবান্ধা থানার গড্ডিমারী ইউনিয়নের দোয়ানী পিত্তিফাটা গ্রামস্থ সেলিম ইসলাম ওরফে বিপুল (২৪) এর বসতবাড়ীর পূর্ব দুয়ারী টিনের শয়ন ঘরের ভিতর শোয়ার খাটের নিচে অভিযান চালিয়ে ০৭টি সাদা প্লাষ্টিকের বস্তায় রক্ষিত মোট ৬৮০বোতল কোডিনযুক্ত কথিত মাদকদ্রব্য ভারতীয় ফেন্সিডিলসহ এক জন কে হাতেনাতে গ্রেফতার করেন পুলিশ।
গ্রেফতারকৃত আসামী সেলিম ইসলাম ওরফে বিপুল (২৪) পিতা রফিকুল ইসলাম, সাং-দোয়ানী পিত্তিফাটা ০২নং ওয়ার্ড, থানা-হাতীবান্ধা জেলা-লালমনিরহাট। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে হাতীবান্ধা থানায় একটি মামলা হয়। মামলা নাম্বার-৩৪ ধারা: ৩৬(১) সারনির ১৪(গ) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ রুজু করা হয়েছে।পরে আসামীকে বিজ্ঞ আদালতে প্রেরণের করা হয়। হাতীবান্ধা থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম, জানান গোপন সংবাদের ভিত্তিতে গড্ডিমারী ইউনিয়নের দোয়ানী পিত্তিফাটা গ্রামস্থ সেলিম ইসলাম ওরফে বিপুল (২৪) এর বসতবাড়ীতে অভিযান চালিয়ে ৬৮০বোতল কোডিনযুক্ত মাদকদ্রব্য ভারতীয় ফেন্সিডিলসহ এক জন কে হাতেনাতে গ্রেফতার করেন পুলিশ।