বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০৬:৫০ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ
তুরাগের বউবাজারে ফুডকোর্ট মার্কেট উচ্ছেদের প্রতিবাদে ব্যবসায়ীদের প্রতিবাদ ও মানববন্ধন কর্মসূচি পালিত  ক্যান্টনমেন্ট থানা পুলিশ কর্তৃক ছয়টি হ্যান্ড গ্রেনেড, ম্যাগাজিন ও বিপুল পরিমাণ গুলি উদ্ধার; তিন শূন্যের ধারণার ওপর ভিত্তি করে পৃথিবী গড়ার আহ্বান প্রধান উপদেষ্টার তুরাগের বউবাজার মার্কেট উচেছদের প্রতিবাদে মানববন্ধন ট্রাম্পের সঙ্গে ‘দ্বন্দ্ব’ মিটিয়ে ফেলতে পারবেন ড. ইউনূস সেনাবাহিনী কত দিন মাঠে থাকবে’ সরকারই সিদ্ধান্ত নেবে  প্যারিস-বাংলা প্রেসক্লাব ফ্রান্স’র কার্যকরি কমিটি (২০২৪-২০২৬)গঠন ১০ নভেম্বর ২০২৪ শহীদ নুর হোসেন গনতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামের মহানায়ক : ডা. ইরান রাজধানী,তুরাগে ছেলের হাতে মা খুন অন্তর্বর্তী সরকার অধ্যাদেশ, ২০২৪’ নিয়ে সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী জেড আই খান পান্না ডয়চে ভেলেকে বলেন, 

হাতীবান্ধায় ৬৮০বোতল ফেন্সিডিলসহ সেলিম গ্রেফতার*

নিউজ দৈনিক ঢাকার কন্ঠ 

মো.হাসমত উল্লাহ,লালমনিরহাট*
হাতীবান্ধা থানা পুলিশের বিশেষ  অভিযানে ৬৮০ বোতল মাদকদ্রব্য ফেন্সিডিলসহ ০১ জন কুখ্যাত মাদক ব্যাবসায়ী গ্রেফতার। লালমনিরহাট পুলিশ সুপার  এর দিক নির্দেশনায়, হাতীবান্ধা থানার অফিসার ইনচার্জ  সাইফুল ইসলাম এর নের্তৃত্বে,
পুলিশ পরিদর্শক (তদন্ত) নির্মল চন্দ্র মহন্ত, এসআই/আনোয়ারুল ইসলাম, এএসআই/ রফিকুল ইসলাম এএসআই/ আবু সাঈদ, কনস্টেবল/ এছাহাক আলী, কনস্টেবল/আরমান আলী, কনস্টেবল/বদিউজ্জামান, কনস্টেবল/আবেদুল ইসলাম, কনস্টেবল/হাসান আলী দোয়ানী পুলিশ ক্যাম্পে কর্মরত এএসআই/ লুৎফর রহমান, এ এস আই আশরাফ আলী, কনস্টেবলআবু সায়েম, কনস্টেবল/ছাইফুল ইসলাম, কনস্টেবল/মাইদুল ইসলাম, সহ গোপন সংবাদের ভিত্তিতে জেলার হাতীবান্ধা থানার গড্ডিমারী ইউনিয়নের দোয়ানী পিত্তিফাটা গ্রামস্থ সেলিম ইসলাম ওরফে বিপুল (২৪) এর বসতবাড়ীর পূর্ব দুয়ারী টিনের শয়ন ঘরের ভিতর শোয়ার খাটের নিচে অভিযান চালিয়ে ০৭টি সাদা প্লাষ্টিকের বস্তায় রক্ষিত মোট ৬৮০বোতল কোডিনযুক্ত কথিত মাদকদ্রব্য ভারতীয় ফেন্সিডিলসহ এক জন কে হাতেনাতে গ্রেফতার করেন পুলিশ।
গ্রেফতারকৃত আসামী সেলিম ইসলাম ওরফে বিপুল (২৪) পিতা রফিকুল ইসলাম, সাং-দোয়ানী পিত্তিফাটা ০২নং ওয়ার্ড, থানা-হাতীবান্ধা জেলা-লালমনিরহাট। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে হাতীবান্ধা থানায় একটি মামলা হয়। মামলা নাম্বার-৩৪ ধারা: ৩৬(১) সারনির ১৪(গ) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ রুজু করা হয়েছে।পরে আসামীকে বিজ্ঞ আদালতে প্রেরণের করা হয়। হাতীবান্ধা থানার অফিসার ইনচার্জ  সাইফুল ইসলাম, জানান গোপন সংবাদের ভিত্তিতে গড্ডিমারী ইউনিয়নের দোয়ানী পিত্তিফাটা গ্রামস্থ সেলিম ইসলাম ওরফে বিপুল (২৪) এর বসতবাড়ীতে অভিযান চালিয়ে ৬৮০বোতল কোডিনযুক্ত মাদকদ্রব্য ভারতীয় ফেন্সিডিলসহ এক জন কে হাতেনাতে গ্রেফতার করেন পুলিশ।

Please Share This Post in Your Social Media

দৈনিক ঢাকার কন্ঠ
© All rights reserved © 2012 ThemesBazar.Com
Design & Developed BY Hostitbd.Com