মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ০৫:২৬ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ
বিএনপির নিবেদিত প্রাণ এখন মৃত্যু শয্যায়, খোঁজ নেয়নি কোন নেতা! বদলগাছীতে সড়ক দুর্ঘটনায় অন্তঃসত্ত্বার মৃত্যু,আহত-২ হরিপুরে সমাজসেবা অফিস কর্তৃক ভিক্ষুকদের মাঝে ভ্যান বিতরণ  পটুয়াখালী ভার্সিটিতে , আন্তঃঅনুষদীয় ক্রিড়া টুর্ণামেন্ট ও পুরস্কার বিতরণী ২০২৪।।  টঙ্গী দলিল লেখক-ভেন্ডারদের নির্বাচনে সম্পাদক পদে”মুরাদ হোসেন বকুল জয়ী র‌্যাগিংয়ের ঘটনায় পটুয়াখালী ভার্সিটিতে, ৫ সদস্যের তদন্তে কমিটি গঠন।।  তুরাগের বউবাজারে ফুডকোর্ট মার্কেট উচ্ছেদের প্রতিবাদে ব্যবসায়ীদের প্রতিবাদ ও মানববন্ধন কর্মসূচি পালিত  ক্যান্টনমেন্ট থানা পুলিশ কর্তৃক ছয়টি হ্যান্ড গ্রেনেড, ম্যাগাজিন ও বিপুল পরিমাণ গুলি উদ্ধার; ভাসানী ফাউন্ডেশন নিউইয়র্কের আলোচনা সভায় বক্তারা মওলানা ছিলেন রাজনীতিকদের আইকনিক নেতা  তিন শূন্যের ধারণার ওপর ভিত্তি করে পৃথিবী গড়ার আহ্বান প্রধান উপদেষ্টার

পুলিশের নতুন আইজিপি হচ্ছেন এস এম রুহুল আমিন’ পুলিশের বর্তমান মহাপরিদর্শক (আইজিপি)

‘পুলিশের নতুন আইজিপি হচ্ছেন এস এম রুহুল আমিন’ পুলিশের বর্তমান মহাপরিদর্শক (আইজিপি)

ঢাকা,চৌধুরী আবদুল্লাহ আল মামুনের মেয়াদ শেষ হয়েছিল গত বছর ১১ জানুয়ারি। কিন্তু এরপর আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনের চাকরির মেয়াদ আবারও বেড়েছে। তার চাকুরীর মেয়াদ এক বছর ছয় মাস অর্থাৎ দের বছরের জন্য তাকে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছিল সরকার। শেষ পর্যন্ত চৌধুরী আবদুল্লাহ আল-মামুনের চাকরির মেয়াদ যদি ফের বাড়ে এটি হবে দ্বিতীয় দফায় চুক্তিভিত্তিক নিয়োগ।

এর আগে গত বছর ৯ জানুয়ারি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের মেয়াদ আরও দেড় বছর বাড়ানো হয়েছে। একাধিক দায়িত্বশীল সূত্র নিশ্চিত করেছে, এই দফায় তার মেয়াদ আর বাড়াচ্ছে না সরকার। অতিরিক্ত আইজিপি ও এন্টিটেররিজম ইউনিটের প্রধান এস এম রুহুল আমিন বাংলাদেশ পুলিশের নতুন আইজিপি হচ্ছেন বলে একটি বিশেষ সূত্রে জানা গেছে ।

বাংলাদেশ পুলিশের নতুন আইজিপি হিসেবে আলোচনায় সবচেয়ে এগিয়ে আছেন ১২তম বিসিএস ব্যাচের কর্মকর্তা পুলিশের অতিরিক্ত আইজিপি ও এন্টিটেররিজম ইউনিটের প্রধান এস এম রুহুল আমিন।

জনাব রুহুল আমিন ১৯৯১ সালে ১২তম বিসিএস পুলিশে তার ব্যাচে প্রথম স্থান অধীকার করেন । এছাড়া তিনি পুলিশ একাডেমিতে এবং অন্যান্য প্রতিটি ট্রেনিং ও পরীক্ষায় তিনি প্রথম হইয়েছিলেন।

জনাব রুহুল আমিন মিলিটারি বেসিক TRG কোর্সে সেরা ছাত্রের উপাধি লাভ করেন। বাংলাদেশ পুলিশ একাডেমির বেসিক TRG কোর্সে সেরা অলরাউন্ডার প্রদর্শনকারীর সম্মাননা লাভ করেন। এছাড়া তিনি বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের অধীনে ফাউন্ডেশন TRG কোর্সে সকল ক্যাডারদের (১৬৯) মধ্যে প্রশিক্ষণে দ্বিতীয় স্থান লাভ করেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ থেকে স্নাতকসহ (সম্মান) স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করা মেধাবী ছাত্র জনাব এস এম রুহুল আমিন বাংলাদেশ পুলিশে দক্ষ,সৎ,চৌকস এবং গ্রহণযোগ্য অফিসার হিসেবে পরিচিত।

এস এম রুহুল আমিন ইতিপূর্বে অত্যন্ত দক্ষতা ও সফলতার সঙ্গে পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত আইজিপি হিসেবে লজিস্টিকস অ্যান্ড অ্যাসেট অ্যাকুইজিশন, অর্থ ও লজিস্টিকস, মানব সম্পদ ও ব্যবস্থাপনা দায়িত্ব স্বচ্ছতার সাথে পালন করেছেন।

এস এম রুহুল আমিন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) উপ-পুলিশ কমিশনার, সিলেট জেলার পুলিশ সুপার, ঢাকায় সিআইডির বিশেষ পুলিশ সুপার, চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত ডিআইজি এবং রেলওয়ে পুলিশের ডিআইজি হিসেবে সাফল্যের সঙ্গে দায়িত্ব পালন করেন। তিনি বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) কমিশনার হিসেবে যোগদান করে বরিশালে পুলিশি সেবার নবদিগন্তের সূচনা করেন।

বাংলাদেশ পুলিশে জনাব রুহুল আমিনের মতো এত মেধাবী অফিসার খুব কমই এসেছেন বলে অনেকে মনে করেন। নাম না প্রকাশ করার শর্তে একজন দায়িত্বশীল পুলিশ কর্মকর্তা বলেছেন, বর্তমান বাংলাদেশ পুলিশ বাহিনীতে বেনজীর কান্ডের পর যে ভয়াবহ ইমেজ সংকট এবং পুলিশের চেইন অব কমান্ডের যে ক্ষতি হয়েছে সেই সংকট থেকে উত্তরণের জন্য এই মুহূর্তে জনাব রুহুল আমিনের মতো বিকল্প পুলিশ কর্মকর্তা নেই বলে অনেকের ধারণা। বর্তমানে তার মতো এমন আদর্শবান পুলিশ কর্মকর্তা নেই বলে এই অনেক পুলিশ কর্মকর্তা মনে করেন। জনাব রুহুল আমিন গোপালগঞ্জ সদর থানায় এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। এছাড়া গোপালগঞ্জের সদর উপজেলার তালা গ্রামে জম্ম নেয়া জনাব রুহুল আমিন পারিবারিকভাবে বেশ সমৃদ্ধ ও স্বাচ্ছন্দের সহিত বড় হয়েছেন। একজন বীর মুক্তিযোদ্ধা এবং বাংলাদেশ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তা মরহুম এসএম আব্দুল খালেকের পুত্র জনাব এস এম রুহুল আমিন ।

তার মতো এমন আদর্শবান পুলিশ কর্মকর্তা বর্তমানে পুলিশ বাহিনীতে তেমন একটা নেই বলে অনেকেই মনে করেন।

অনেকে মনে করছেন, জনাব রুহুল আমিনকে বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক হিসেবে নিয়োগের মাধ্যমেই দেশের পুলিশ প্রশাসনের বর্তমান অস্থির অবস্হার স্বাভাবিক ও সুদৃঢ় অবস্থানে নেয়া সম্ভব।

এদিকে সরকারের নীতিনির্ধানীদের অনেকেই একমত পোষণ করেছেন এস এম রুহুল আমিন আইজিপি হলে পুলিশের এই সংকটকালীন অবস্থা দ্রুত কাটিয়ে উঠতে পারবে এবং পুলিশ বাহিনীর ইমেজের যে ক্ষতি হয়েছে তা তার নেতৃত্বে অচিরেই কাটিয়ে উঠা সম্ভব বলে তারা মনে করেন।

Please Share This Post in Your Social Media

দৈনিক ঢাকার কন্ঠ
© All rights reserved © 2012 ThemesBazar.Com
Design & Developed BY Hostitbd.Com