রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০৬:৫৬ পূর্বাহ্ন
রিপোর্টার, সমরেশ রায় ও শম্পা দাস, কলকাতা
আজ ১৩ জুলাই শনিবার, দুপুর ১২ টায় আই এন টি ইউ সি সেবা দলের নেতৃত্বে এক অভিনব বিক্ষোভ দেখালেন, বি বি গাঙ্গুলী স্ট্রীটের lady ডাফরিন কলেজের সামনে থেকে অন্নপূর্ণা সোনার দোকান পর্যন্ত। এই বিক্ষোভের নেতৃত্ব দেন আইএন টি ইউ সি সেবাদলের সভাপতি প্রমোদ পান্ডে ও কামালরু জ্জামান এবং জীবন্ত অন্নপূর্ণার ভূমিকায় ছিলেন সুমাইয়া সরকার।
প্রত্যেকের হাতে বিভিন্ন রকমের সবজি নিয়ে এই বিক্ষোভ সমাবেশ ও সোনার দোকানে ভরি মেপে সবজি। তারা জানালেন যার কেনার ক্ষমতা আছে, তারাই দোকান থেকে সবজি কিনবেন আর যার ক্ষমতা নেই অন্নপূর্ণা স্থলের বাইরে বিনামূল্যে সবজি নিয়ে যাবেন।, প্রত্যেকের হাতে কিছু কিছু সবজি তুলে দিলেন স্বয়ং অন্নপূর্ণা।
তারা বলেন এ ছাড়া আমাদের আর কোন উপায় নাই ,যেভাবে সবজির দাম বেড়ে চলেছে, সাধারণ মানুষ মুখ থুবড়ে পড়ছে,৮০ থেকে ১০০ টাকার নিচে কোন সবজি নাই, অথচ রাজ্য সরকারের একটি টাস্ক ফোর্স ১০ দিনের লোক দেখানোর নাটক তৈরি করেছে, মানুষকে ভাওতা দেওয়ার চেষ্টা করছে, তাহারা বলেন রাজ্য সরকার তিন মাস হয়ে গেল , হুহু করে জিনিসের দাম বাড়ছে, তিনি এতদিন কিছু করতে পারলেন না ,দশ দিনে তিনি টাস্ক ফোর্স নামিয়ে নাকি জিনিসের দাম কমাবেন এটা লোক দেখানো ছাড়া আর কিছুই নয়, একের পর এক ভাঁওতা দিয়ে চলেছে ,আর সাধারণ মানুষ নাজেহাল হয়ে পড়ছে জিনিস কিনতে গিয়ে।। তাই আমরা একটু তীব্র প্রতিবাদ জানাই এবং স্বয়ং অন্নপূর্ণা কে নিয়ে আমরা এই প্রতিবাদ জানাই।
একমাত্র অন্নপূর্ণাই পারে সাধারণ মানুষের পাশে এসে বিপদমুক্ত করতে। আমরা জীবন্ত অন্নপূর্ণা কে সাজিয়ে, এই সোনার দোকানে ,সোনার দরে ভরি মেপে সবজি বিক্রি হবে।।