সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০২:৫৪ অপরাহ্ন
রাঙ্গামাটি, ৪ আগস্ট, ২০২৪ ইং জেলায় আজ সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার বেলা সাড়ে ১১টায় জেলা প্রশাসক সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন- জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান।
এ সময় উপস্থিত ছিলেন- অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জোবাইদা আক্তার, জেলা সিভিল সার্জন ডা. নুয়েন খীসা, পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ সদস্য হাজী মো. কামাল উদ্দিন প্রমুখ।
সভায় জেলা প্রশাসক বলেন, রাঙ্গামাটি জেলার পরিস্থিতি স্বাভাবিক রাখতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তিনি বলেন- প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোটা আন্দোলনকারীদের সব দাবি মেনে নিয়েছে, কিন্তু এখন যারা ছাত্রদের ব্যবহার করে নৈরাজ্য করছে তারা দেশে একটি বিশৃঙ্খ সৃষ্টির জন্য পাঁয়তারা করছে। তাই নৈরাজ্য ও বিশৃঙ্খলা ঠেকাতে সবাইকে সজাগ থাকার অনুরোধ জানান জেলা প্রশাসক।