বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০৩:৩৬ অপরাহ্ন
রিপোর্টার , শম্পা দাস ও সমরেশ রায়।
আজ ১১ ই আগস্ট রবিবার।পশ্চিম মেদিনীপুরের কেশপুরে, বীর বিপ্লবী শহীদ ক্ষুদিরাম বসুর ১১৭ তম আত্ম বলিদান দিবস পালিত হলো নিজ জেলার বাসভূমীতে, পশ্চিম মেদিনীপুর জেলার কেশপুর ব্লকের অন্তর্গত মোহনী গ্রামে,
ভারতবর্ষের স্বাধীনতার পতাকা উত্তোলনের মধ্য দিয়ে ক্ষুদিরাম বসুর আত্মবলিদান দিবস উদযাপন এবং শহীদ ক্ষুদিরাম বসুর মর্মর মূর্তিতে মাল্যদান করেন। পশ্চিমবঙ্গ রাজ্য তথ্য সংস্কৃতি দপ্তরের পক্ষ থেকে শহীদ ক্ষুদিরাম বসুর আত্ম বলিদান দিবস এর আয়োজন করা হয়। পশ্চিম মেদিনীপুর জেলা তথ্য সংস্কৃতি দপ্তর ও জেলা প্রশাসনের তত্ত্বাবধানে, ক্ষুদিরাম বসুর জন্মস্থানে আয়োজন হয় বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান এর মধ্য দিয়ে বিপ্লবী বীর শহীদ ক্ষুদিরামকে স্মরণ করেন।
অন্যান্য বৎসরের ন্যায় এ বছরও বীর বিপ্লবী শহীদ ক্ষুদিরাম বসুর মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা জানালেন জেলা প্রশাসন ও ব্লক প্রশাসনের আধিকারিকরা।
উপস্থিত ছিলেন পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতি প্রতিভা মাইতি, পশ্চিমবঙ্গ পঞ্চায়েত গ্রাম উন্নয়ন দপ্তরের প্রতিমন্ত্রী শিউলি সাহা এবং জেলা ও ব্লক আধিকারিকেরা,
ক্ষুদিরাম বসুর উদ্দেশ্যে শিউলি সাহা বলেন, পরাধীন দেশকে স্বাধীন করতে গিয়ে ,বীর বিপ্লবী যেভাবে তার জীবনকে দেশমাতৃকার চরণে উৎসর্গ করেছেন তা আমরা চিরস্মরণীয় হয়ে থাকবো। আগামী দিনেও শহীদ ক্ষুদিরাম বসুকে অনুসরণ করে আমাদের যুব সমাজকে এগিয়ে এসে দেশমাতৃকাকে রক্ষা করতে হবে।
আজ এই অনুষ্ঠান উপলক্ষে উপস্থিত বহু ছাত্র-ছাত্রী এবং এলাকার বীর যোদ্ধারা ও বিপ্লবী
মানুষেরা, বেজে উঠে বীর যোদ্ধা স্মরণে দেশাত্মবোধক গান। শুধু তার জন্ম ভিটেতেই আত্ম বলিদান দিবস পালন হয়নি, কলকাতা সহ সারাদেশে তাকে আজ স্মরণ করেছেন এলাকার মানুষ।