বুধবার, ০৪ ডিসেম্বর ২০২৪, ০৩:০৩ অপরাহ্ন
দিনাজপুর, ২৬ আগস্ট, ২০২৪ ইং জেলার হিলি স্থলবন্দরে জন্ম অষ্টমী উপলক্ষে আজ আমদানি রপ্তানি কার্যক্রম বন্ধ রয়েছে।
দিনাজপুর হিলি স্থলবন্দর পানামা পোর্ট লিমিটেডের গণসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন মল্লিক প্রতাপ, আজ সোমবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেন।তিনি বলেন, জন্মাষ্টমী উৎসব উদযাপন উপলক্ষে সরকারি ছুটি থাকায় উভয় দেশের আমদানি-রপ্তানি কারকদের সিদ্ধান্তে আজ সোমবার সকাল থেকে দিন ব্যাপী হিলি স্থলবন্দর দিয়ে সব ধরনের আমদানি রপ্তানি কার্যক্রম বন্ধ রাখা হয়েছে।
তিনি জানান,আগামীকাল ২৭ আগস্ট সকাল থেকে পুনরায় আমদানি-রপ্তানি কার্যক্রম চলবে।
হিলি স্থলবন্দর কাস্টম সুপার আব্দুর রাজ্জাক জানান, এ স্থলবন্দর দিয়ে জন্মাষ্টমীর কারণে সরকারি ছুটি থাকায় আমদানি রপ্তানি কার্যক্রম বন্ধ থাকলেও, উভয় দেশের যাত্রী পারাবার স্বাভাবিক রয়েছে।