admin
- ১৯ সেপ্টেম্বর, ২০২৪ / ৪০ Time View
Oplus_0
নিউজ দৈনিক ঢাকার কন্ঠ
মো.হাসমত উল্লাহ,লালমনিরহাট
লালমনিরহাট জেলার কালীগঞ্জ থানার পুলিশর বিশেষ অভিযান চালিয়ে ৫০বোতল অবৈধ মাদক দ্রব্য ফেনসিডিল সহ একজন নারী মাদক ব্যবসায়ী কে গ্রেফতার করে পুলিশ। বৃহস্পতিবার তারিখ ১৯/০৯/২০২৪ ইং
জেলার পুলিশ সুপার, মোঃ তরিকুল ইসলাম, দিকনির্দেশনায় কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ ইমতিয়াজ কবির, এর নেতৃত্বে এসআই/ নুরুল হক সরকার,ও সঙ্গীয় ফোর্স সহ থানার ০৪ নং দলগ্রাম ইউপির দক্ষিণ দলগ্রাম মৌজাস্থ বুকগুলা ব্রীজের দক্ষিণ পার্শ্বে আজিজুল ইসলাম, এর মুদি দোকনের সামনে দলগ্রাম হইতে কাকিনা গামী পাকা রাস্তার উপর যানবাহন চেকিং ডিউটি করা কালীন একটি ব্যাটারী চালিত অটো ইজিবাইক তল্লাশী করার সময় নাছিমা বেগম ওরফে নাছি, এর ডান হাতে থাকা একটি স্কুল ব্যাগ এর ভিতর হইতে ৫০ বোতল অবৈধ মাদক দ্রব্য ফেন্সিডিল উদ্ধার করেন।
গ্রেফতাকৃত আসামী নাছিমা বেগম(নাছি), লালমনিরহাট জেলার কালীগঞ্জ থানার দলগ্রাম ইউনিয়নের উত্তর দলগ্রামের মৃত আনসার আলী,মেয়ে। পরবর্তীতে গ্রেফতারকৃত আসামী ও মাদকদ্রব্য বিক্রয়ে সহযোগী পলাতক আসামী আমিনুর ইসলাম,পিতা-মোঃ আহম্মদ আলী@ বেকারী, সাং-উত্তর জাওরানী (বটতলা), থানা-হাতীবান্ধা, জেলা-লালমনিরহাট। এদের বিরুদ্ধে কালীগঞ্জ থানার মামলা হয় নম্বর ১১, ধারা- ৩৬(১) সারনীর ১৩(খ)/৪১ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ রুজু করা হয়।
কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ ইমতিয়াজ কবির জানান দলগ্রাম বুকগুলা ব্রীজের দক্ষিণ পার্শ্বে কাকিনা গামী পাকা রাস্তার উপর যানবাহন চেকিং ডিউটি করা কালীন ৫০বোতল অবৈধ মাদক দ্রব্য ফেন্সিডিল সহ একজন নারী মাদক ব্যবসায়ী কে গ্রেফতার করেন থানার পুলিশ।