বুধবার, ২৩ অক্টোবর ২০২৪, ০১:১৪ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ
আমি কেন বারবার আসামি হচ্ছিঃ সরদার বেলায়েত হোসেন মুকুল বড়াইগ্রামে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত চাকুরীবিধি অমান্য করে শিক্ষককে বরখাস্ত ও হয়রানি  মধ্যরাতে উত্তাল ঢাকা কলেজ শিক্ষার্থীরা তারেক রহমানের সকল মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে: ডা. ইরান মরহুম বিএনপি নেতা লাল মিয়া মেম্বারের প্রথম মৃত্যু বার্ষিকীতে ১০ হাজার লোকের সমাগম : দোয়া ও মোনাজাত  বড়াইগ্রামে সাবেক এমপি’র ব্যাক্তি মালিকানা স্কুলে সরকারি বরাদ্দ বাতিলের দাবিতে মানববন্ধন দক্ষিণখানে রাস্তাও ড্রেনের উন্নয়ন কাজ পরিদর্শনকালে :  ডিসেম্বরে শেষ হবে দক্ষিণখান-উত্তরখানের প্রধান সড়কের উন্নয়ন কাজ: ডিএনসিসি’র প্রশাসক পাচাররোধে সীমান্তে নজরদারি : ভারতে পাচার হচ্ছে স্বর্ণ : তিন মাসে ট্যাক্স আদায় হয়েছে ৩২ কোটি ১৫ লাখ টাকা দুই বাংলার শ্রেষ্ঠ জগৎশ্রী সম্মান ২০২৪ এ পেলেন, স্বাধীনতা দিবস উৎসব উদযাপন সমিতি। 

মহানবী (সা:) কে কটুক্তির প্রতিবাদে পটুয়াখালী ভার্সিটিতে বিক্ষোভ।। দুমকি ও পবিপ্রবি, পটুয়াখালী, প্রতিনিধি :

নিউজ দৈনিক ঢাকার কন্ঠ 

ভারতে হিন্দু পুরোহিত কর্তৃক বিশ্বনবী হযরত মুহাম্মদ (সা.) কে গালি ও কটুক্তি এবং বিজিপির এক নেতা নেতার সমর্থনের প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) শিক্ষার্থীরা।

শুক্রবার (৪ অক্টোবর) জুমার নামাজ আদায়ের পর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের সামনে একত্রিত হন শিক্ষার্থীরা। পরে একটি র‌্যালি বের হয়ে ক্যাম্পাসের মুক্ত বাংলা চত্বর হয়ে ফাস্ট গেইট থেকে প্রদক্ষিণ করে বিশ্ববিদ্যালয কেন্দ্রীয় জামে মসজিদের সামনে সমাবেশ করেন তারা। এসময় শিক্ষার্থীরা ভারত সরকারের প্রতি এ ধরনের বিদ্বেষমূলক কর্মকাণ্ড বন্ধের বিষয়ে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে আহ্বান জানান।

এসময় ‘নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নবীর দুশমনের গালে গালে, ‘জুতা মারো তালে তালে’, ‘সাবিলুনা কাবিলুনা, আল জিহাদ, আল জিহাদ, বিশ্বনবীর অপমান, ‘সইবে না রে মুসলমানসহ বিভিন্ন স্লোগান দিতে থাকেন শিক্ষার্থীরা। এছাড়াও মানববন্ধনে শিক্ষার্থীদের হাতে ‘বিশ্বনবী আমার প্রাণ, তাইতো আমি মুসলমান‘, আল্লাহর এই দুনিয়ায়, ‘শাতিমে রাসুলের (সা) ঠাঁই নাই,’ ‘নবীর আদেশে চলবো, সব জুলুমাত রুখবে এসব স্লোগান দিতে দেখা যায়।

বিশ্ব নবীকে কটূক্তির নিন্দা জানিয়ে আন্দোলনকারী শিক্ষার্থী বলেন, মানবতার শ্রেষ্ঠ মহামানব হযরত মোহাম্মদ (স:) কে অপমান করার মধ্যে দিয়ে মানবতার আদর্শকে অপমান করা হয়। রাসূল (সাঃ) এর শত্রুরা তার পিছনে সমসময় পড়ে থাকতো ভুল খুঁজে বের করতে পারতো না। একজন মুসলমান কখনো তার রাসূলের প্রতি অবমাননা মেনে নেবে না। পৃথিবীর কোনো ধর্মই অন্য ধর্মকে কটূক্তি করতে শেখায় না। যারা এসব করে তারা উগ্র। এসব ঘটনার সাথে জড়িত ব্যক্তিদের দ্রুত আইনের আওতায় নিয়ে আসার আহ্বান জানাই।

সমাবেশে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক আবুল বাশার খান। তিনি বলেন রাসূল সাঃ এর চরিত্র ছিলো পবিত্র তাকে নিয়ে অবমাননা ও কটুক্তি কখনই বাংলার মুসলমান মেনে নেবে না। এক ধর্মের হয়ে অন্য ধর্মের কটুক্তি করার কখনোই অধিকার রাখে না। পুরোহিত ও বিজিপির পদ থেকে সরিয়ে তাদের উপযুক্ত শাস্তির আওতায় আনার জন্য আহ্বান জানাচ্ছি।

আরো উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. জিল্লুর রহমান। তিনি বলেন, মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু ছিলেন সর্বোত্তম আদর্শের চরিত্র। কুরাআনে আল্লাহকে পেতে হলে রাসূলের অনুকরণ করতে আদেশ করেছেন। আমাদের যদি নূন্যতম ঈমান থাকে আমাদের উচিৎ রাসূলের অবমাননারকারীদের ঘৃণা ও প্রতিবাদ করা।*

Please Share This Post in Your Social Media

দৈনিক ঢাকার কন্ঠ
© All rights reserved © 2012 ThemesBazar.Com
Design & Developed BY Hostitbd.Com